Sukanta Majumdar: ‘ছাপ্পা ভোট দিতে এলে পিঠে 'ধাপ্পা' দিয়ে ফেরত পাঠানো হবে...’ তৃণমূলকে নিশানা করে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

Last Updated:

সুকান্তর মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। বঙ্গ পদ্ম সভাপতির বিরুদ্ধে উস্কানির অভিযোগ শাসকের।

 তৃণমূলকে নিশানা করে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
তৃণমূলকে নিশানা করে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, হাওড়া:  ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই হাওয়া গরম বঙ্গের। সাম্প্রতিককালে বিভিন্ন নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুঠ, রিগিং ছাপ্পা ভোট-সহ একাধিক অভিযোগে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে তৃণমূলকে নিশানা করে হুঙ্কার। বুধবার হাওড়ার পাঁচলাতে দলীয় এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সুকান্ত বললেন, ‘‘ভোটের দিন তৃণমূল ‘ছাপ্পা’ ভোট দিতে এলে পিঠে ‘ধাপ্পা’ দিয়ে ফেরত পাঠানো হবে।’’
সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে নানান সন্ত্রাসের অভিযোগ এখনও শোনা যায় বঙ্গ পদ্ম নেতাদের মুখে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলীয় কর্মীদের খুন করার চাঞ্চল্যকর অভিযোগও ওঠে। যদিও শাসক দল সমস্ত সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে দোষ চাপিয়েছে গেরুয়া শিবিরের উপরেই। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আদালতের বিচারাধীনও রয়েছে বেশ কিছু বিরোধী শিবিরের মামলা। আর এবার একপ্রকার সুকান্ত মজুমদারের ‘ধাপ্পা’ নিদানে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
advertisement
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করছে শাসক শিবির। হাওড়ার পাঁচলাতে জমি দখলের প্রতিবাদ করায় পুলিশের সামনেই শাসক দলের তরফে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের দফতরের সামনে এক রাজনৈতিক কর্মসূচিতে বুধবার হাজির হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই বক্তব্য রাখার সময় একদিকে ষেমন পুলিশকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও রীতিমতো হুঙ্কার দিয়ে বঙ্গ পদ্ম সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্য পুলিশ বুথের অনেক দূরে থাকবে। এরপরেও যদি তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিতে আসে তাহলে তাদের পিঠে ‘ধাপ্পা’ দিয়ে ফেরত পাঠানো হবে।’’ সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আসলে সুকান্ত মজুমদারের এই মন্তব্য দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্যই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: ‘ছাপ্পা ভোট দিতে এলে পিঠে 'ধাপ্পা' দিয়ে ফেরত পাঠানো হবে...’ তৃণমূলকে নিশানা করে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement