Petrol Diesel Price Hike: নির্বাচনে বিজেপির জয়ের পর থেকে বেড়েই যাচ্ছে জ্বালানির দাম, কটাক্ষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
TMC on Petrol Diesel Price Hike: মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হয়ে বলেন, “উত্তরপ্রদেশ নির্বাচনে জয়লাভের পর, ৫ দিনের মধ্যে, জ্বালানির দাম পাঁচবার বাড়ানো হয়েছে।”
#কলকাতা: মঙ্গলবার দেশে জ্বালানির দাম (Petrol Diesel Price Hike) বৃদ্ধি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে (BJP Govt) কটাক্ষ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস। ট্যুইটারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITMC) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করেছে। ট্যুইটে এই দল লিখেছে, “এক সপ্তাহে সপ্তম বৃদ্ধির মুখ দেখল জ্বালানির দাম। এভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন ভারতবাসীর দুর্দশা কমানোর জন্য। অসামান্য!” মঙ্গলবার উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার বছরে ১০ বার জ্বালানির দাম বাড়ানোর (Petrol Diesel Price Hike) দিকে মনোনিবেশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হয়ে বলেন, “উত্তরপ্রদেশ নির্বাচনে জয়লাভের পর, ৫ দিনের মধ্যে, জ্বালানির দাম পাঁচবার বাড়ানো হয়েছে।”
7th hike in a week. Yes - that's how our Hon'ble Prime Minister is working day & night towards reducing the woes of fellow Indians. Slow claps!#ModiHaiTohInflationHai https://t.co/ypX0MhPfwP
— All India Trinamool Congress (@AITCofficial) March 29, 2022
advertisement
advertisement
কেন কেন্দ্রের বিজেপি সরকার কোনও আলোচনা ছাড়াই এমন নিঃশব্দে জ্বালানির দাম (Petrol Diesel Price Hike) বৃদ্ধিকে প্রভাবিত করছে এই নিয়ে বিস্মিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও (Derek O'Brien) । ডেরেক এদিন ট্যুইটে জানিয়েছেন, “নির্বাচনের ফলাফলের মাত্র দুই সপ্তাহে, ৬ দিনের মধ্যে পঞ্চমবার জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে।” সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন, “প্রধানমন্ত্রী এবং আপনার মন্ত্রী, আপনি সংসদে সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য খোলা থাকার কথা বলছেন। আপনি চারটি রাজ্য জিতেছেন। কেন ছটফট করে পালাচ্ছেন। আগামী সপ্তাহে রাজ্যসভায় মূল্যবৃদ্ধির ইস্যু নিয়ে আলোচনা করুন।”
advertisement
As the PM continues to suffer from Parliamento-phobia, real issues like these remain undiscussed. Telling infographic on the rise in prices of essential commodities from 2019-22 👇 Am on #Instagram. For more infographics, pics & videos>> https://t.co/LW8mFPU5yJ pic.twitter.com/45JiDRS89T
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 29, 2022
advertisement
অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার বিকেলে জ্বালানির দাম বৃদ্ধির (Petrol Diesel Price Hike) বিরুদ্ধে রাজ্যব্যাপী বিক্ষোভের আয়োজন করেছে।
রবিবার পেট্রোলের দাম (Petrol Price Today) প্রতি লিটারে ৫০ পয়সা এবং ডিজেলের ৫৫ পয়সা বাড়ানো হয়েছিল, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দৈনিক মূল্য পুনর্বিবেচনা পুনরায় শুরু করার পর থেকে প্রতি লিটারে ৩.৭০-৩.৭৫ টাকায় মোট হার বৃদ্ধি পেয়েছে। ২২ মার্চ হার সংশোধনে সাড়ে চার মাসের দীর্ঘ বিরতি শেষ হওয়ার পর এটি দামের পঞ্চম বৃদ্ধি।
advertisement
Abir Ghoshal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 29, 2022 6:36 PM IST