Abhishek Banerjee on WB By Poll: ৪-০ করাই লক্ষ্য, পরিকল্পনা করেই উপনির্বাচনের প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee on WB By Poll: বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর এবার ওই চারটি কেন্দ্রই ছিনিয়ে নিতে চায় শাসক দল। সেই লক্ষ্যেই এবার প্রচারে ঝাঁঝ বাড়াতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: দুর্গাপুজো শেষ। এবার আবার ভোটপুজোয় সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ। কালীপুজোর আগেই বাংলায় ফের ভোট পুজো৷ আর সেই পুজোর প্রচারেই এবার ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৩০ অক্টোবর বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর এবার ওই চারটি কেন্দ্রই ছিনিয়ে নিতে চায় শাসক দল। সেই লক্ষ্যেই এবার প্রচারে ঝাঁঝ বাড়াতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবারের উপনির্বাচনে চার-শূন্য করার লক্ষ্যেই ভোট প্রচারে নামতে চলেছে জোড়া ফুল শিবির। আর এই প্রচারে দলের শীর্ষ নেতারাও যাবেন বলেই তৃণমূল সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে ওই চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল সূত্রের খবর, ২৩ অক্টোবর খড়দহ এবং গোসাবায় প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ২৫ তারিখ তিনি প্রচার করবেন দিনহাটায়। ওইদিনই কোচবিহার থেকে ফিরে পরদিন অর্থাৎ, ২৬ অক্টোবর শান্তিপুরে প্রচার করবেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের তরফে ঘোষণা হয়ে গিয়েছে স্টার প্রচারকদের তালিকা।
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রচারের কাজে দিনহাটায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন দিনহাটায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভও দেখায় তৃণমূল। সেই দিনহাটা এবার ছিনিয়ে নিতে চায় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনহাটায় গিয়ে বিজেপিকে আক্রমণের ঝাঁঝ কতটা বাড়ায়, সেটাই এখন দেখার।
advertisement
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে প্রচারে নেমেছিলেন অভিষেক। শুধু তাই নয়, তিনি বলেছিলেন, রেকর্ড ভোটে জিতবেন মমতা। বাস্তবে হয়েছেও তাই। এবার দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা-ও ছিনিয়ে নিতে কোমর বেঁধে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2021 2:35 PM IST