Tigress Zeenat update: গ্রিন করিডর করে রাতেই আলিপুরে! কেমন আছে জিনাত, 'ঘরে' ফিরবে কবে?

Last Updated:

সিমলিপালের জঙ্গল ছেড়ে ৯ দিন ধরে জিনাত ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জঙ্গলে। একাধিক জায়গায় তাড়া খেয়ে পালাতে হয়েছে তাকে৷

আলিপুর চিড়িয়াখানায় আনা হল জিনাতকে৷ প্রতীকী ছবি
আলিপুর চিড়িয়াখানায় আনা হল জিনাতকে৷ প্রতীকী ছবি
কলকাতা: গ্রিন করিডর করে রবিবার রাতেই বাঁকুড়া থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হল বাঘিনী জিনাতকে৷ রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷
সিমলিপালের জঙ্গল ছেড়ে ৯ দিন ধরে জিনাত ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জঙ্গলে। একাধিক জায়গায় তাড়া খেয়ে পালাতে হয়েছে তাকে৷ অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে করে জিনাতকে পাকড়াও করা হয়েছে। স্বভাবতই ক্লান্ত রয়েছে বাঘিনী।
advertisement
advertisement
আগে থেকেই আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে জিনাতের জন্য সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করে রেখেছিল রাজ্য বন দফতর। জিনাতকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা৷ কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরি করে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসালয়ে।
শুধু পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ চিকিৎসকরাই নয়, সেই সঙ্গে ওড়িশার বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলবে বাঘিনী জিনাতের। তৈরি হচ্ছে চিকিৎসকদের বিশেষ বোর্ডও। সম্পূর্ণ সুস্থ করে তবেই জিনাতকে ফেরত পাঠানো হবে ওড়িশায়। এর মধ্যে ৪ বার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে তাকে। তার পার্শ্ব প্রভাব জিনাতের শরীরে কতটা পড়েছে, খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
advertisement
বিশেষজ্ঞরা জিনাতকে সম্পূর্ণ সুস্থ সার্টিফিকেট দেওয়ার পর তবেই তাকে কলকাতা থেকে পাঠানো হবে ভুবনেশ্বরে, খবর বন দফতর সূত্রে। ততদিন পর্যন্ত আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসা হাসপাতালে জিনাতকে পর্যবেক্ষণ এবং চিকিৎসার মধ্যে রাখা হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tigress Zeenat update: গ্রিন করিডর করে রাতেই আলিপুরে! কেমন আছে জিনাত, 'ঘরে' ফিরবে কবে?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement