Anis Death Case: আনিসের মৃত্যু: আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ

Last Updated:

Anis Death Case: জেলাপুলিশ সুপারের তরফ থেকে এই সাসপেনশনের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

#কলকাতা: আনিস খান মৃত্যুর ঘটনায় আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করল প্রশাসন। ঘটনার কারণে আমতা থানার এএসআই, কনস্টেবল ও হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠিত হয় সোমবার। সেই সিটের প্রতিনিধিরা আমতায় আসেন। তার পরেই, একে বারে পরের দিনই তিন জনকে সাসপেন্ড করা হল।
প্রশাসনিক সূত্রে খবর, এই পুলিশকর্মীদের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এখন সকলেই জানেন, ঘটনার পর বার বার আমতা থানায় ফোন করা হলেও পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি বা ঘটনাস্থলে যায়নি। সেই কারণেই প্রথম থেকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন আনিসের পরিবারের লোকেরা। সেই কারণেই এই সাসপেনশনের ঘটনা।
advertisement
জেলাপুলিশ সুপারের তরফ থেকে এই সাসপেনশনের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এই ঘটনার সময় এদের কী ভূমিকা ছিল, সেটা নিয়ে পুলিশ সুপার স্পষ্ট কিছু জানাননি। ঘটনার দিন রাতে এই তিনজন ডিউটিতে ছিলেন, তাঁরা কী ঘটনাস্থলে ছিলেন নাকি আক্রান্তের পরিবারকে সহযোগিতা করেননি, তা স্পষ্ট করেননি জেলা পুলিশ সুপার।
advertisement
এদিকে আনিসের মৃত্যু ঘটনায় মঙ্গলবারও উত্তেজনা রয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলছে বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করতে স্লোগান, মিছিলে অংশ নেন পড়ুয়ারা। পাশাপাশি, বিক্ষোভ চলে আলিয়া বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। এ ছাড়াও মঙ্গলবারই রয়েছে মহাকরণ অভিযান। কথা আছে এসএন ব্য়ানার্জি রোড ধরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই মিছিল মহাকরণ অভিযানে অংশ নেবে। সূত্রের খবর, পুলিশও প্রস্তুত রয়েছে। পুলিশ সূত্রে খবর, ডোরিনা ক্রসিংয়ের কাছে এই মিছিল আটকাতে পারে প্রশাসন। মিছিল পরিচালনা করতে পাশাপাশি প্রস্তুত রয়েছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল থেকেই ছিল ভিড়। সেখানে হাজির হয়েছেন পড়ুয়ারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Death Case: আনিসের মৃত্যু: আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement