JMB Terrorist Arrest in Kolkata: কলকাতায় বড়সড় ডাকাতির ছক ছিল তিন জেএমবি জঙ্গির, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

এসটিএফ জানতে পেরেছে, এই তিন জঙ্গির সঙ্গে ভারতে আসা জেএমবি-র (JMB Terrorist Arrest) বাকি সদস্যদের কয়েকজন ওড়িশা এবং কাশ্মীরে গা ঢাকা দিয়েছে৷

রবিবারই হরিদেবপুর থেকে তিন জামাত জঙ্গি নাজিবুর রহমান, সাব্বির এবং রবিউল ইসলাম নামে তিন জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ নাম এবং পরিচয় গোপন করে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এই তিন জন৷
তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বড়সড় পরিকল্পনার ইঙ্গিত পেয়েছে পুলিশ৷ জানা গিয়েছে, তিন জঙ্গি সহ মোট ১৫জন লকডাউনের চলাকালীন মালদহ হয়ে এ রাজ্যে প্রবেশ করে৷ ফলে তিন জন ধরা পড়লেও আরও ওই দলে থাকা বাদ বাকি জামাত জঙ্গিরা অন্যত্র গা ঢাকা দিয়ে রয়েছে৷ যত দ্রুত সম্ভব, তাদের নাগাল পেতে চাইছে পুলিশ৷
advertisement
advertisement
তিন জঙ্গিকে গ্রেফতারের পর তাদের কাছে থাকা ডায়েরিতে জামাতের রবারি উইং-এর আল আমিনের নাম পেয়েছিলেন তদন্তকারীরা৷ এই আল আমিনও তাহিদ তাসনিমের সঙ্গে বর্তমানে বাংলাদেশের কাশিমপুর জেলে বন্দি রয়েছে৷  বাংলাদেশের জেলে বসেই তাসনিম এবং আল আমিন এই তিন জঙ্গিকে প্রয়োজনীয় নির্দেশ দিত বলে জানা যাচ্ছে৷ সূত্রের খবর, স্লিপার সেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই কলকাতায় গা ঢাকা দিয়ে থাকছিল তিন জঙ্গি৷ ডাকাতি করেই টাকা জোগাড়ের ছক কষেছিল তারা৷ এর জন্য কলকাতার বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শোরুমে রেইকি শুরু করেছিল তারা৷ ফল, মশারি বিক্রি, ছাতা সারাইয়ের নামে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চলত ডাকাতির ছক কষা৷ ডাকাতির জন্য টার্গেটে থাকা ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান বা গয়নার শোরুমের নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো, সে সমস্ত তথ্যই সংগ্রহ করে রাখত তিন জঙ্গি৷ নাজিবুরের নেতৃত্বেই ডাকাতি করার পরিকল্পনা ছিল৷
advertisement
এসটিএফ জানতে পেরেছে, এই তিন জঙ্গির সঙ্গে ভারতে আসা জেএমবি-র বাকি সদস্যদের কয়েকজন ওড়িশা এবং কাশ্মীরে গা ঢাকা দিয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, শেখ শাকিল ওরফে সেলিম মুন্সি নামে এক ব্যক্তি এই তিনজনকে জাল আধার কার্ড তৈরি করতে সাহায্য করেছিল৷ আপাতত এই সেলিম মুন্সি গা ঢাকা দিয়েছে৷
Sukanta Mukherjee
বাংলা খবর/ খবর/কলকাতা/
JMB Terrorist Arrest in Kolkata: কলকাতায় বড়সড় ডাকাতির ছক ছিল তিন জেএমবি জঙ্গির, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement