গোপন সূত্রে খবর পেয়ে...বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ ডাকাত! তালা ভেঙে একাধিক বাড়িতে চুরির অভিযোগ
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
গোপন সূত্রে খবর পেয়ে বাগুইআটিতে ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের তিন পাণ্ডাকে৷
কলকাতা: গোপন সূত্রে খবর পেয়ে বাগুইআটিতে ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের তিন পাণ্ডাকে৷ সূত্রের খবর, কলকাতার এবং শহরের আশপাশের বিভিন্ন এলাকায় তালা ভেঙে একাধিক বাড়িতে চুরির সঙ্গে জড়িত ধৃতরা৷ অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র৷
গোপন তথ্যসূত্রের ভিত্তিতে, বাগুইআটি থানার অ্যান্টি ক্রাইম টিম সন্দেহজনক ভাবে বাগুইআটি থানার আওতাধীন ৭নম্বর ফুটব্রিজ এলাকা থেকে ট্যাংরার বাসিন্দা ইরশাদ আফ্রিদ ওরফে ছোটু, শেখ ইজান আলী ওরফে ইব্রাহিম এবং মোঃ জাফর ওরফে লালু নামে তিনজনকে আটক করে৷ সূত্রের খবর, তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি এবং অন্যান্য ঘাতক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷
advertisement
advertisement
তদন্ত চলাকালীন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা এই এলাকায় ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে যে তারা কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর এবং আশপাশের অঞ্চলে তালা ভেঙে একাধিক বাড়িতে চুরির সঙ্গে জড়িত।
advertisement
আরও জানা যায় যে, ধৃতরা দেশজুড়ে অবৈধভাবে এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত তিন অভিযুক্ত। আজ, শনিবার তিন অভিযুক্তকে বারাসাত আদালতে হাজির করা হলে আদালত তাদের ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে বলেই জানা গিয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 10:07 PM IST










