KIFF 2022 | আজ শহরে আসছেন বিগ বি, শুধু তাঁকে 'রিসিভ' করতে যাওয়ার মানুষটি আর নেই... মনভার তিলোত্তমার
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
যেমন শাহরুখ খান এলেই তাঁকে রিসিভ করতে যেতেন ফিরহাদ হাকিম। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অমিতাভ বচ্চনের নাম সেভাবেই জড়িয়ে গিয়েছিল। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের আসর কার্যত নক্ষত্র সমাবেশ হতে চলেছে৷ সেখানে সুব্রত মুখোপাধ্যায়কেই শুধু দেখা যাবে না৷
#কলকাতা: একটা সময় ছিল যখন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে কলকাতায় এলে অমিতাভ বচ্চনকে রিসিভ করতেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজনৈতিক জীবনের দীর্ঘ কেরিয়ারে যেমন অমিতাভের সাথে কাজের সুযোগ হয়েছে, ঠিক তেমনি প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়েও প্রায় প্রতিবছর ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন হলেই দেখা হয়ে যেত বাংলার জামাইয়ের সঙ্গে৷ কলকাতায় আসলে ধর্মতলার এক বিখ্যাত হোটেলে ওঠেন অমিতাভ৷ জয়া বচ্চনকে নিয়ে সেখানেই থাকেন তিনি৷ এবারেও তার অন্যথা হবে না। প্রায় নিয়ম হয়ে গিয়েছিল তারাদের রিসিভ করতে কোন না কোন সিনিয়র মন্ত্রী যাবেন। যেমন শাহরুখ খান এলেই তাঁকে রিসিভ করতে যেতেন ফিরহাদ হাকিম। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অমিতাভ বচ্চনের নাম সেভাবেই জড়িয়ে গিয়েছিল। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের আসর কার্যত নক্ষত্র সমাবেশ হতে চলেছে৷ সেখানে সুব্রত মুখোপাধ্যায়কেই শুধু দেখা যাবে না৷
হঠাৎ করেই একডালিয়ার সুব্রত বা রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছিল। এবার সেটা বোঝা যাচ্ছে। বাংলার জামাইকে স্বাগত জানাতে থাকবেন না সুব্রত মুখোপাধ্যায়।এই প্রসঙ্গে অনেকেই মনে করাচ্ছেন ২০১৭ সালের কথা।
advertisement
advertisement
সেবার ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অমিতাভ বচ্চন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিমানবন্দরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বিগ বি।একটি ট্রাভেল এজেন্সির গাড়িতে নেতাজি ইন্ডোর থেকে দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন অমিতাভ। সেই সময়ই অমিতাভের মার্সিডিজের সামনের চাকার রিয়ার হুইলটি হঠাৎ খুলে যায়। তখন ডাফরিন রোডে ছিল ওই গাড়িটি। অমিতাভের সঙ্গে ওই গাড়িতে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও ছিলেন।গাড়ি দাঁড়িয়ে পড়তেই অমিতাভকে এসকর্ট করে কনভয়ে থাকা সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে তোলা হয়। সেই গাড়িতেই বিমানবন্দরে পৌঁছন অমিতাভ। পরে নিজের টুইটার পেজে বিগ বি নিজেই শেয়ার করেছিলেন এই ছবিগুলি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 8:43 AM IST