এবারের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে না, তোপ সোমনাথ চট্টোপাধ্যায়ের

Last Updated:
#কলকাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ আর তা নিয়ে জলঘোলা কম হয়নি ৷ আদালতে গিয়েছে বিরোধী দলগুলি ৷ নির্বাচন কমিশন থেকে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা ৷ এ বার আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুললেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ৷
এবার নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে না, আজ রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই তোপ দাগলেন সোমনাথবাবু ৷  এ দিন তিনি বলেন, ‘‘যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের সবার সঙ্গে আলোচনা করতে হবে ৷ এত বড় নির্বাচন যেন মানুষকে বাদ দিয়ে করতে হচ্ছে ৷’’ তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় জোর করে মনোনয়ন দিতে দেওয়া হয়নি বিরোধীদের। জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। তাই এই নির্বাচনে সাধারণ মানুষের কোনও ভূমিকা নেই বলেই তিনি মনে করেন ।
advertisement
এরই সঙ্গে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । একদফা ভোটের জন্য যেহেতু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তাবাহিনী রাজ্যে নেই, তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু রাজ্য সরকার পাঁচটি অন্য রাজ্য থেকে নিরাপত্তা বাহিনী চেয়ে চিঠি দিয়েছে। সেই প্রসঙ্গ টেনেই সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘কিসের ভিত্তিতে পাঁচটি রাজ্যকে বেছে নেওয়া হল?’’ অন্য রাজ্যের কাছে না চেয়ে কেন্দ্রীয় বাহিনী চাইলেই সমস্যা মিটে যেত বলেও মত এই বর্ষীয়ান নেতার ৷ সোমনাথবাবু আরও বলেন, ‘‘মানুষের সুরক্ষার কথা ভাবা হচ্ছে না ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে না, তোপ সোমনাথ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement