corona virus btn
corona virus btn
Loading

স্কুলে বর্ণপরিচয় ফেরানোর ভাবনা রাজ্য স্কুলশিক্ষা দফতরের

স্কুলে বর্ণপরিচয় ফেরানোর ভাবনা রাজ্য স্কুলশিক্ষা দফতরের
ফাইল চিত্র ৷
  • Share this:

#কলকাতা: ফের স্কুলে বর্ণপরিচয় ফেরানোর ভাবনা রাজ্য সরকারের ৷ স্কুলের পাঠ্যে ফিরিয়ে বর্ণপরিচয় ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা রাজ্য স্কুল শিক্ষা দফতরের ৷ ‘হেরিটেজ বুক’হিসাবে ফেরানোর ভাবনা নেওয়া হয়েছে ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী পালনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ বিতরণ করা হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৷ আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই পড়ুয়াদের হাতে বই তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ ৷

নস্টালজিয়ায় ভাসছেন সবাই। আলমারি খুলে তাকের মধ্যে বের করে নিয়ে আসছেন ‘বর্ণপরিচয়’। একটু উল্টেপাল্টে দেখছেন। তার পরে ফিরে যাচ্ছেন সেই পুরনো দিনে। এক সময় সরকারি প্রাথমিক স্কুলগুলিতে পড়ানো হত বর্ণপরিচয়। স্কুলে ভর্তি হওয়ার পরে প্রথম পরিচয় হত সেই বই আর বিদ্যাসাগরের সঙ্গে। তখন থেকেই দুটোই যেন একজন বাঙালি শিশুর চোখে ছবির মতো ফুটে থাকত। এখন বেসরকারি তো বটেই, সরকারি স্কুলগুলি থেকেও উঠে গিয়েছে সেই বর্ণপরিচয়। তার জায়গা নিয়েছে অন্য নানা বই।

First published: May 31, 2019, 8:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर