MLA Hostel: খাবারের মান থেকে দাম, MLA হোস্টেলের ক্যান্টিন নিয়ে বেজায় নাখুশ বিধায়কেরা, কী করলেন স্পিকার?
- Published by:Satabdi Adhikary
- Written by:UJJAL ROY
Last Updated:
দীর্ঘদিন ধরেই বিধায়কদের অভিযোগ ছিল এমএলএ হোস্টেলের খাবারের মান নিয়ে। এবার তা নিয়ে সরব হলেন স্পিকার
কলকাতা: দীর্ঘদিন ধরেই বিধায়কদের অভিযোগ ছিল এমএলএ হোস্টেলের খাবারের মান নিয়ে। এবার তা নিয়ে সরব হলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মার্চ এমএলএ হোস্টেলে একটি পার্কের উদ্বোধন করতে যান বিমান বন্দোপাধ্যায়। সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান এম এল এ হোস্টেলের খাবারের মান নিয়ে তিনি অসন্তুষ্ট। তিনি বলেন, "আমি এমএলএ হোস্টেলের খাবারের মান নিয়ে যথেষ্টই অসন্তুষ্ট। এমনকি, এখানে ক্যান্টিনের যে কিচেন রয়েছে তারও পরিচ্ছন্নতার অভাব রয়েছে।" এর পরই নতুন ক্যাটারার নিয়োগ করার ইঙ্গিত দেন তিনি।
স্পিকারের এই ঘোষণার পরে উচ্ছসিত বিধায়করা। কারণ খাবারের মান নিয়ে অভিযোগ সরকার বিরোধী সব পক্ষের বিধায়কদেরই। বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "আমাদের মতো অনেক বিধায়ক আছেন যাঁরা দূরবর্তী অঞ্চল থেকে এখানে আসেন। এখানে তাঁদের থাকার জায়গা বলতে এই এমএলএ হোস্টেল। এখানেই আমাদের খাওয়া দাওয়া করতে হয়। আমাদের পাশাপাশি আমাদের বিধানসভা এলাকার বহু মানুষ যাঁরা কর্মসূত্রে এখানে থাকেন, তাঁরাও আসেন। তাঁরাও যেমন আশা করেন তেমনি বিধায়কেরও ইচ্ছা হয়, তাঁরা যেন অভুক্ত না থাকতে হয়। কিন্তু সেই সামান্য কিছু খাওয়ানোর সুযোগও থাকে না। "
advertisement
আরও পড়ুন:চাকরি বিক্রি করে দেদার টাকা লুট! ১০ কোটির মালিক অয়ন শীল, আছে একাধিক জমি-বাড়ি-ফ্ল্যাট, বলছে ED
বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, "যেমন সরকার তার তেমনই ক্যান্টিন আর তার তেমনই খাবার। সব জায়গাতেই দলের লোক চাই। দলের লোক ঢোকাতে হবে। তাহলে ভাল কিছু কী করে আশা করা যায়। একদিকে খাবারের দাম বেশি অন্যদিকে মানও খারাপ। কোথায় যাবেন বিধায়করা? বাধ্য হয়েই এই খাবার খেতে হচ্ছে।"
advertisement
advertisement
যদিও খাবারের দাম নিয়ে দুটি মত রয়েছে। বিধায়কদের মধ্যে একদল মনে করেন, সাধ্যের মধ্যেই যেন স্বাদ পূরণ হয়। অর্থাৎ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার যেন পাওয়া যায় ক্যান্টিনে। অন্যদল মনে করেন যেমন, দাম একটু বেশি হলেও ক্ষতি নেই খাবারের মান নিয়ে আপস যেন না করা হয়। যদিও এই বিষয়ে খানিকটা রসিকতা করে স্পিকার বলেন, "আপনাদের কেউ সন্তুষ্ট করতে পারবে না। কেউ বলবে নুন বেশি কেউ বলবে ঝাল কম। এসব নিয়েই চলতে হবে।"
advertisement
আরও পড়ুন: নামমাত্র খরচে ট্রেনে ঘুরে আসুন অসম-অরুণাচল! এসে গেল ভারত গৌরব ট্রেনের বিশেষ ট্যুর প্ল্যান
এদিকে খাবারের মান খারাপ হওয়ার জন্য বেশ কয়েকজন বিধায়ক হোস্টেলের মধ্যেই রান্না করার ব্যবস্থা করেছিলেন। নিরাপত্তার কারণে সেগুলি অবশ্য বন্ধ করতে বলেন স্পিকার। বিধায়কদের সতর্ক করে তিনি বলেন, "ঘরে রান্না করে খাবেন না। আমার কাছে অনেক অভিযোগ আসে। আমি সিজ করতে পারি। বিধানসভার গরিমার পাশাপাশি এটাও বিধায়কদের দেখার দায়িত্ব।" হোস্টেল পরিচ্ছন্ন রাখার উপরেও জোর দিতে বলেন স্পিকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 3:00 PM IST