তাপবিদ্যুৎ থেকে তৈরি হওয়া দূষণ রোধের পদ্ধতি আরও পিছিয়ে গেল কেন্দ্রের ঘোষণায়, যা বলা হল বিজ্ঞপ্তিতে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Thermal Power || এখনও পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তির ব্যবহারের জন্য দরপত্র দিয়েছে যেসব সংস্থা তারা হল DVC এবং NTPC।
#কলকাতা: চলতি মাসের ৫ তারিখ কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ২০২২ সালের ডিসেম্বর মাসে বন্ধ হওয়ার কথা ছিল, সেগুলিকে এখনই বন্ধ না করে আরও কিছু সময় দেওয়া হল। পরিবর্তে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২৭ সাল পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে যে সব তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধের তালিকায় ছিল না, অথচ তাদের চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (FGD) প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাধ্যতামূলক বলা হয়েছিল, ২০২৬ সাল পর্যন্ত ওই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহার না করেই কাজ চালিয়ে যেতে পারবে।
কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সালফার ডাই অক্সাইড(SO2), NOx এবং পারদ(Hg) নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু নিয়ামক তৈরি করা হয়। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে ওই নিয়ামক গুলি কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হবে না জেনেই নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত করা হয়েছিল। এখন আবার সময় নিয়ামক কার্যকর করার সীমা বাড়ানো হল।
advertisement
advertisement
২০১৫ সালে ঘোষণার পর থেকে কেবলমাত্র ২.২ গিগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি ইন্সটল করা হয়েছে। আর ২০২১ সাল পর্যন্ত মোট ১৬৯.৭ GW উৎপাদিত বিদ্যুতের মধ্যে মাত্র ৬৮.৭ GW জন্য ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি টেন্ডার দেওয়া হয়েছে। 2015 সালে নিয়ামক ঘোষণার আগে পর্যন্ত শুধুমাত্র ২.২ গিগাওয়াট ক্ষমতার পাওয়ার প্ল্যান্টে FGD ইনস্টল করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ১৭ টি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫ টি ইউনিটের মোট ১৪.২ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদিত হয়। এরমধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি ইনস্টল করা হয়নি।
advertisement
এখনও পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তির ব্যবহারের জন্য দরপত্র দিয়েছে যেসব সংস্থা তারা হল DVC এবং NTPC। উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রীয় বা বেসরকারি কোনও তাপবিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তি ব্যবহারের জন্য দরপত্র ঘোষণা করেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 8:32 AM IST