রাজপথে ২০২২শের টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা, মিছিলে হুইলচেয়ারে বসা প্রার্থী কেঁদে ভাসালেন!
- Published by:Pooja Basu
- Reported by:Sudipta Sen
Last Updated:
বৃহস্পতিবার ওয়াই চ্যানেল থেকে লেনিন সরণী হয়ে, মৌলালি রাস্তা ধরে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তারা। বিভিন্ন জেলা থেকে বৃষ্টি মাথায় নিয়ে ওয়াই চ্যানেলে এসে মিছিলে নেমেছেন তারা।
কলকাতা: ফের রাজপথে টেট পাশ চাকরিপ্রার্থীরা। পরীক্ষা হয়েছে ২০২২ সালে। শূন্য পদ ৫০ হাজার। এখনও ২০২২ টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের কাউকে নিয়োগ পত্র দেয়নি রাজ্য সরকার। এরমধ্যে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে।
তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও কোনও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এবার ২০২২ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শহরে ফের চাকরি প্রার্থীদের মিছিল। ওয়াই চ্যানেল থেকে মিছিল শুরু হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাস পর্যন্ত মিছিল করে এগিয়ে যান ২০২২ টেট পাশ চাকরিপ্রার্থী।
advertisement
advertisement
এর আগেও বহুবার পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক শিক্ষা দফতরের সামনে অবস্থান করেছেন। ডেপুটেশন দিতে চেয়ে বাধা পেয়েছেন পলিশের। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন তারা। সম্প্রতি কলেজ স্ট্রিটেও তারা বিক্ষোভ করেছেন।
২০২২ সালে টেট পরীক্ষায় পাশ করেছেন এরা। তবে নিয়োগ হয়নি। টেট পরীক্ষা পাশ করার পর থেকে একাধিক প্রতিশ্রুতি পেয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী ১ লাখ নিয়োগ হওয়ার কথা বলেছিলেন। তবে সেই নিয়োগের বাস্তবায়ন হয়নি। পর্ষদের সভাপতিকেও নিয়োগের কথা বলতে শোনা গিয়েছিল কিন্তু সেক্ষেত্রে বাস্তবায়ন হয়নি। পাশাপাশি ওবিসি নিয়েও হাইকোর্টের রায়ে বেশ কিছুটা ব্যাকফুটে রাজ্য। এই মতো অবস্থায় নতুন নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই মতো অবস্থায় নতুন নিয়োগ কী করে সম্ভব সেটাই বড় প্রশ্ন।
advertisement
বৃহস্পতিবার ওয়াই চ্যানেল থেকে লেনিন সরণী হয়ে, মৌলালি রাস্তা ধরে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তারা। বিভিন্ন জেলা থেকে বৃষ্টি মাথায় নিয়ে ওয়াই চ্যানেলে এসে মিছিলে নেমেছেন তারা। মিছিলের প্রথমেই রয়েছেন প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। বর্ষার কলকাতায় গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজছে মিছিল। ভিজে যাচ্ছে রঙিন কাগজে লেখা স্লোগান, দাবিদওবা। সামনে পুলিশের নিরাপত্তা। মিছিলের সামনে হুইল চেয়ারে বসে অঝোরে কাঁদছেন ক্যানিং থেকে আসা ২০২২ এর টেট পাশ করা চাকরিপ্রার্থী শহরাজান লস্কর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 6:08 PM IST