BJP: ভিতরে বসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কলকাতায় বিজেপি-র সভার বাইরে মারামারি, তুলকালাম!

Last Updated:

হঠাৎই দেখা যায়, প্রেক্ষাগৃহের ভিতর থেকে কার্যত ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে বাইরে বের করে আনছেন এক বিজেপি কর্মী৷

সব্যসাচী রায় চৌধুরী (বাঁদিকে) নামে আইনজীবীকে হেনস্থা অভিজিৎ নাথের৷
সব্যসাচী রায় চৌধুরী (বাঁদিকে) নামে আইনজীবীকে হেনস্থা অভিজিৎ নাথের৷
#কলকাতা: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আলোচনা সভা৷ সেখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ আর তখন বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা৷ শনিবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহের বাইরে৷ যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে রাজ্য বিজেপি-র নেতারা৷
এ দিনের অনুষ্ঠানে প্রকাশ জাভড়েকরের বক্তব্য চলাকালীনই ঘটনার সূত্রপাত৷ হঠাৎই দেখা যায়, প্রেক্ষাগৃহের ভিতর থেকে কার্যত ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে বাইরে বের করে আনছেন এক বিজেপি কর্মী৷ যে ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনা হয়, তাঁর নাম সব্যসাচী রায় চৌধুরী৷ তিনি নিজেকে শমীক ভট্টাচার্যের আইনীজীবী বলে পরিচয় দেন৷
advertisement
বাইরে বের করে এনে ওই ব্যক্তিকে কার্যত মারধর করতে শুরু করেন অভিজিৎ নাথ নােম এক বিজেপি নেতা৷ তিনি দক্ষিণ কলকাতায় বিজেপি-র যুব মোর্চার ইনচার্জ৷ এ ছাড়াও দীপ্তষ্য যশ নামে রাজ্য বিজেপি-র ইনটেলেকচুয়াল সেলের কনভেনারও সব্যসাচী রায় চৌধুরীর উপরে চড়াও হন৷
advertisement
advertisement
অভিজিৎ নাথের অভিযোগ, সব্যসাচী রায় চৌধুরী নামে ওই ব্যক্তি বিভিন্ন বেকার যুবকের কাছে থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ তুলে প্রতারণা করেছেন৷ তাঁর থেকেও সব্যসাচী রায় চৌধুরীর অতীতে টাকা নিয়েছেন বলে দাবি করেন অভিজিৎ৷ সব্যসাচী রায় চৌধুরীকে 'তৃণমূলের দালাল' বলেও আক্রমণ করেন তিনি৷ অভিযোগ, এ দিন আইসিসিআর-এ পৌঁছেও সেখানকার নিরাপত্তারক্ষীদের কাছে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে গাড়ি রাখেন সব্যসাচী৷
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় প্রেক্ষাগৃহের বাইরে৷ অভিযুক্ত সব্যসাচী রায় চৌধুরী যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যই আসতে বলেছেন৷ কারণ একটি ওকালতনামায় বিজেপি নেতার সই প্রয়োজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ সব্যসাচী রায় চৌধুরী নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় তারা৷
advertisement
শমীক ভট্টাচার্য অবশ্য স্বীকার করেন, পেশায় আইনজীবী সব্যসাচী রায় চৌধুরীকে তিনিই আইসিসিআর-এ আসতে বলেছিলেন৷ এমন কি, অভিজিৎ নাথের মাধ্যমেই তাঁর সঙ্গে সব্যসাচী রায় চৌধুরীর পরিচয় হয় বলে দাবি করেছেন শমীক৷ যদিও সব্যসাচী রায় চৌধুরী নামে ওই আইনজীবীর বিরুদ্ধে ওঠা বাকি অভিযোগ সম্পর্কে তিনি ওয়াকিবহল নন বলেই দাবি বিজেপি নেতার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: ভিতরে বসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কলকাতায় বিজেপি-র সভার বাইরে মারামারি, তুলকালাম!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement