BJP: ভিতরে বসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কলকাতায় বিজেপি-র সভার বাইরে মারামারি, তুলকালাম!

Last Updated:

হঠাৎই দেখা যায়, প্রেক্ষাগৃহের ভিতর থেকে কার্যত ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে বাইরে বের করে আনছেন এক বিজেপি কর্মী৷

সব্যসাচী রায় চৌধুরী (বাঁদিকে) নামে আইনজীবীকে হেনস্থা অভিজিৎ নাথের৷
সব্যসাচী রায় চৌধুরী (বাঁদিকে) নামে আইনজীবীকে হেনস্থা অভিজিৎ নাথের৷
#কলকাতা: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আলোচনা সভা৷ সেখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ আর তখন বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা৷ শনিবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহের বাইরে৷ যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে রাজ্য বিজেপি-র নেতারা৷
এ দিনের অনুষ্ঠানে প্রকাশ জাভড়েকরের বক্তব্য চলাকালীনই ঘটনার সূত্রপাত৷ হঠাৎই দেখা যায়, প্রেক্ষাগৃহের ভিতর থেকে কার্যত ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে বাইরে বের করে আনছেন এক বিজেপি কর্মী৷ যে ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনা হয়, তাঁর নাম সব্যসাচী রায় চৌধুরী৷ তিনি নিজেকে শমীক ভট্টাচার্যের আইনীজীবী বলে পরিচয় দেন৷
advertisement
বাইরে বের করে এনে ওই ব্যক্তিকে কার্যত মারধর করতে শুরু করেন অভিজিৎ নাথ নােম এক বিজেপি নেতা৷ তিনি দক্ষিণ কলকাতায় বিজেপি-র যুব মোর্চার ইনচার্জ৷ এ ছাড়াও দীপ্তষ্য যশ নামে রাজ্য বিজেপি-র ইনটেলেকচুয়াল সেলের কনভেনারও সব্যসাচী রায় চৌধুরীর উপরে চড়াও হন৷
advertisement
advertisement
অভিজিৎ নাথের অভিযোগ, সব্যসাচী রায় চৌধুরী নামে ওই ব্যক্তি বিভিন্ন বেকার যুবকের কাছে থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ তুলে প্রতারণা করেছেন৷ তাঁর থেকেও সব্যসাচী রায় চৌধুরীর অতীতে টাকা নিয়েছেন বলে দাবি করেন অভিজিৎ৷ সব্যসাচী রায় চৌধুরীকে 'তৃণমূলের দালাল' বলেও আক্রমণ করেন তিনি৷ অভিযোগ, এ দিন আইসিসিআর-এ পৌঁছেও সেখানকার নিরাপত্তারক্ষীদের কাছে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে গাড়ি রাখেন সব্যসাচী৷
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় প্রেক্ষাগৃহের বাইরে৷ অভিযুক্ত সব্যসাচী রায় চৌধুরী যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যই আসতে বলেছেন৷ কারণ একটি ওকালতনামায় বিজেপি নেতার সই প্রয়োজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ সব্যসাচী রায় চৌধুরী নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় তারা৷
advertisement
শমীক ভট্টাচার্য অবশ্য স্বীকার করেন, পেশায় আইনজীবী সব্যসাচী রায় চৌধুরীকে তিনিই আইসিসিআর-এ আসতে বলেছিলেন৷ এমন কি, অভিজিৎ নাথের মাধ্যমেই তাঁর সঙ্গে সব্যসাচী রায় চৌধুরীর পরিচয় হয় বলে দাবি করেছেন শমীক৷ যদিও সব্যসাচী রায় চৌধুরী নামে ওই আইনজীবীর বিরুদ্ধে ওঠা বাকি অভিযোগ সম্পর্কে তিনি ওয়াকিবহল নন বলেই দাবি বিজেপি নেতার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: ভিতরে বসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কলকাতায় বিজেপি-র সভার বাইরে মারামারি, তুলকালাম!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement