West Bengal News: বিষপান করা সেই ৫ শিক্ষিকা এবার তৃণমূলে! গোটা সংগঠনই যোগ দিচ্ছে ঘাসফুলে

Last Updated:

West Bengal News: গত ২৪ অগাস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা। তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু। তাঁদের গোটা সংগঠনই এবার তৃণমূলে।

বড় সাফল্য তৃণমূলের
বড় সাফল্য তৃণমূলের
#কলকাতা: বদলির দাবিতে বিষপানকারী শিক্ষিকারা এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে। আগামী রবিবার তাঁরা যোগ দেবেন তৃণমূলে, সূত্রের খবর এমনটাই। আগামী ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলে যোগ দিতে চলেছে ''শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ"। সেই দিন প্রায় এক লাখ ৩০ হাজার সংগঠনের সদস্য যোগ দেবেন তৃণমূলে। এই সংগঠনের হয়ে বদলির প্রতিবাদ জানিয়ে সল্টলেকে বিষপান করেছিলেন ৫ শিক্ষিকা (West Bengal News)।
প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা। তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু।
advertisement
সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। তাঁরা আমাদের দাবি দাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখছি। এই মুহূর্তে আমাদের সামনে আরও বড় বাধা কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখব।’’
advertisement
সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর, রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে তৃণমূলের সভায় ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর লক্ষাধিক সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন। ওই সভায় হাজির থাকবেন বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ সিনিয়র নেতারা। আর আন্দোলনকারী শিক্ষকদের এই যোগদান নিঃসন্দেহে তৃণমূলকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: বিষপান করা সেই ৫ শিক্ষিকা এবার তৃণমূলে! গোটা সংগঠনই যোগ দিচ্ছে ঘাসফুলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement