Tathagata Roy: ভবানীপুরে রেকর্ড-ভাঙা জয় মুখ্যমন্ত্রীর! পরদিনই ট্যুইটে বিজেপির তথাগত রায় যা লিখলেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tathagata Roy: নিজেই নিজের রেকর্ড ভেঙে জয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় Twitter-এ মুখ খুললেন।
#কলকাতা: একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে লাগাতার ট্যুইটে বিজেপির সমালোচনায় সোচ্চার হয়েছেন তিনি। আর ভবানীপুর উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই বলেছিলেন, পার্টি অফিসের যিনি ফাই–ফরমাশ খাটে তাঁকে প্রার্থী করতে। তা নিয়ে কম বিতর্ক হয়নি রাজনৈতিক মহলে। বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy) এবার ফের মুখ খুললেন ট্যুইটারে। ভবানীপুরের নিজেই নিজের রেকর্ড ভেঙে জয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইটবার্তায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। আর সেই ট্যুইটেই বেড়েছে বিজেপির (Bengal bjp) আস্বস্তি।
ঠিক কী লিখেছেন প্রাক্তন মেঘালয়ের রাজ্যপাল? রবিবার ফল প্রকাশের পরে সোমবার ট্যুইটারে একটি পোস্ট করে তথাগত রায় শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাই। আমি তাঁর রাজনীতিকে সমর্থন করি না। কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী। এই নির্বাচনের ফলাফল নিয়ে পরে অনেককিছু জানাবো। এখন তাঁকে অভিনন্দন জানাই। জো জিতা ওহি সিকন্দর।’ যে জয়ী হয়েছেন তিনিই সেরা বোঝাতে চেয়েছেন তথাগত বলে মনে করা হচ্ছে। বিজেপির পরাজয় নিয়ে কিছু না বললেও বার্তাটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। আগামিদিনে এই নির্বাচন নিয়ে আরও বিষয়েও মুখ খুলবেন এমন ইঙ্গিতও মিলেছে বর্ষীয়ান নেতার (Tathagata Roy) ট্যুইটে।
advertisement
advertisement
Congratulations to Mamata Banerjee for her victory. I don’t support her politics,but she is my Chief Minister,too. I shall have a few takes on this election result in the next few days. Meanwhile,congrats again. Nothing succeeds like success. Jo jeeta woh hi Sikandar.
— Tathagata Roy (@tathagata2) October 4, 2021
advertisement
তথাগত রায় (Tathagata Roy) যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমনই শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বাদ যাননি রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banjerjee) এবং জয় বন্দ্যোপাধ্যায়ও (Joy Banerjee)। জয় বলেন, ‘আদালতে গিয়ে ভোটের লড়াই হয় না। নির্বাচন কমিশনে গিয়েও হয় না। ভোটটা ময়দানে লড়তে হবে। এই জয়ের তুলনা নেই। আপনি অপ্রতিরোধ্য। আপনার হাত ধরে বাঙালির জয়, বাংলার জয় আসবেই।’
advertisement
উল্লেখ্য, একুশের নির্বাচনের পর দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে কৈলাস বিজয়বর্গীয়—সবাইকেই কাঠগড়ায় তুলেছিলেন অভিজ্ঞ বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায় (Tathagata Roy)। তাঁর ট্যুইটে কাউকেই রেয়াত করেননি তিনি। এমনকি টলিউডের নায়িকাদের প্রার্থী করা নিয়ে তাঁর মন্তব্য নিয়ে তুমুল শোরগোল পরে যা যা বিজেপির অন্দরে বাইরে। তথাগত রায় সেই সময় বলেছিলেন, নগরের নটিরা টাকা নিয়ে কেলি করেছেন। কর্মীদের বিপদের দিনে ‘কেডিএসএ’ কোথায় বলে প্রশ্ন তুলেছিলেন। তবে নির্বাচনে দঁড়ানোর পরে তাঁর বাড়িতে যখন প্রিয়াঙ্কা টিবরেওয়াল গিয়েছিলেন তাঁকে আশীর্বাদও করেছিলেন প্রবীণ নেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 7:53 AM IST