Tapas Roy on Mamata Banerjee; কেন তৃণমূল ছাড়লেন? মমতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক তাপস

Last Updated:

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তাপস৷ ইস্তফা দিয়ে তিনি বলেন, 'আমি এখন মুক্ত পাখি৷'

বিধায়ক পদ থেকেও ইস্তফা তাপসের৷
বিধায়ক পদ থেকেও ইস্তফা তাপসের৷
কলকাতা: দল ছাড়ার পর বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তাপস রায়৷ আর ইস্তফা দিয়েই দল ছাড়ার কারণ জানাতে গিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বরানগরের সদ্য প্রাক্তন তৃণমূল নেতৃত্ব৷ এমন কি, বাড়িতে ইডি হানার পর পাশে না দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তাপস৷ অভিমানী তাপস বলেন, ‘কিছু দিন ধরেই মনে হচ্ছিল দলে আমার আর প্রয়োজন নেই৷’
কিন্তু কেন তিনি দল ছাড়লেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকসভা ভোটের আগে শাসক দলের অস্বস্তি কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন তাপস রায়৷ বরানগরের প্রাক্তন বিধায়ক বলেন, ‘চারদিকেই শুধু দুর্নীতি আর দুর্নীতি৷ বিশেষত সন্দেশখালির ঘটনা আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল৷  মনে হয়েছিল এই দল আমার জন্য নয়৷ ‘
advertisement
advertisement
শুধু তাই নয়, গত ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি অভিযান নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছন তাপস রায়৷ বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেন, ‘দলেরই কয়েকজন আমার বাড়িতে ইডি-কে পাঠিয়েছিল৷ সেদিন অন্যান্য দলের সব নেতারা আমার পাশে দাঁড়িয়েছিলেন৷ অথচ আজ ৫২ দিন ধরে আমার দল আমার পাশে দাঁড়ায়নি৷ একটা কথাও কেউ বলেননি৷ এমন কি মাননীয় মুখ্যমন্ত্রী এই ৫২ দিনে আমাকে একটা ফোন করেননি, বা আমাকে ডাকেননি৷ আমার স্ত্রী, মেয়েকে সান্ত্বনা পর্যন্ত দেননি৷ তাঁরা ওই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিল৷’
advertisement
তৃণমূল সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, তাপস রায়ের বাড়়িতে ইডি হানার পর তাঁর ফোন ইডি বাজেয়াপ্ত করেছিল৷ দিন দুয়েক পরে ফোন দুটি চালু হলে দলের পক্ষ থেকে তাপস রায়ের সঙ্গে যোগাযোগও করা হয়৷ কিন্তু তখনই তাপসের কথায় দলীয় নেতৃত্ব বুঝে গিয়েছিল যে কোনও রকম চাপে পড়েই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷
advertisement
তাপস অবশ্য পাল্টা দাবি করেছেন, ‘আমার আরও একটি মোবাইল ছিল, ল্যান্ডলাইন রয়েছে৷ আমি বিধানসভাতেও এর মধ্যে এসেছি, বিভিন্ন জায়গায় গিয়ে সরকার, দলের কাজ করেছি৷ ইডি হানার পর আজকে ৫২ দিন, তার মধ্যে কেউ আমার সঙ্গে কথা বলেননি৷ ফলে যাঁরা এ সব বলছেন, মনে হয় ঠিক বলছেন না৷’
প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে অভিমানের সুরে তাপস আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বিধানসভায় শাহজাহানের কথা বললেন৷ অথচ আমার বাড়িতে ইডি হানার কথাটাও তিনি তুলতে পারতেন৷’
advertisement
দুর্নীতি ইস্যুতে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দলত্যাগী নেতা বলেন, ‘কিছু মানুষের কৃতকর্মের জন্য মানুষ আমাদের সবাইকেই দুর্নীতিগ্রস্ত ভাবছে৷ অথচ দলে তো ভাল মানুষও আছেন৷’
ইতিমধ্যেই কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি-র সম্ভাব্য প্রার্থী হিসেবে তাপস রায়ের নাম শোনা যাচ্ছে৷ তবে তিনি অন্য দলে যোগ দেবেন কি না, ‘সে প্রশ্নের উত্তর এড়িয়ে ইঙ্গিতপূর্ণ জবাব দিয়ে তাপস রায় বলেন, এ বিষয়ে এখন আমি একটি কথাও বলব না৷ আমি এখন মুক্ত পাখি৷’
advertisement
১৩ বছর ধরে বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়৷ তৃণমূলের অন্যতম পুরনো এবং আস্থাভাজন নেতা ছিলেন তাপস৷ বিধানসভায় মুখ্য সচেতকের মতো দায়িত্বও সামলেছেন৷ লোকসভা নির্বাচনের আগে তাঁর মতো একজন নেতার দলত্যাগ নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় ধাক্কা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy on Mamata Banerjee; কেন তৃণমূল ছাড়লেন? মমতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক তাপস
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement