Tapas Roy: তৃণমূল ছাড়লেন তাপস রায়! দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ, এ বারে অন্য দলে যোগ?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tapas Roy quits from TMC: তৃণমূল ছাড়লেন তাপস রায়। আজ সোমবার বরানগরের বিধায়ক তথা তৃণমূল নেতা তাপস রায় তৃণমূল থেকে পদত্যাগ করলেন পাশাপাশি বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন কিছুক্ষণেই...
কলকাতা: তৃণমূল ছাড়লেন তাপস রায়। তাপস রায়কে বোঝাতে আজ সকাল সকাল তাঁর বাড়িতে হাজির হন বরানগর পুরসভার কাউন্সিলররা। তৃণমূলের তরফে চেষ্টা করা হলেও, নিজের অবস্থান বদল করেননি তাপস রায়। প্রায় ১ ঘণ্টা তাপস রায়ের সঙ্গে বৈঠকে ছিলেন কুণাল-ব্রাত্য। কিন্তু বেরিয়ে তাঁরা জানান, মত বদলাতে রাজি নন তাপস রায়। এ দিকে আজই তিনি কিছুক্ষণেই বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন তিনি।
তাপস রায় বলেন, ‘১২ জানুয়ারি আমার বাড়িতে একটা ঘটনা ঘটে। ইডি অভিযান চালায়। ৫২ দিন হয়ে গেল। দল আমার পাশে নেই। আমাকে বা আমার পরিবারকে ফোন করেনি। এর পেছনে আমার দলের কেউ কেউ আছে। অবাক হয়ে গেলাম আজ কুণাল ঘোষ শোকজ। আর ও আমাকে আজ বোঝাতে এসেছিল। আমার সামনে শোকজ হল। যাদের শোকজ বা সাসপেন্ড হওয়ার কথা তারা বহাল তবিয়তে রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় আমার বাড়িতে ইডি অভিযানের কথা বলতে পারতেন। উনি শাহজাহানের কথা বললেন। আমি আহত হলাম।”
advertisement
আরও পড়ুনঃ যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান! মাঝরাস্তায় লাইটপোস্টে ধাক্কা! সাংঘাতিক অবস্থা…
তিনি আরও বলেন, “৫২ দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম ক্রিয়েটেড ইডি রেডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি।”
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 12:43 PM IST