Tangra Mystery Update: পায়েসে ঘুমের ওষুধ, দুই মহিলার হাতের শিরা কাটা, গলায় আঘাত! ট্যাংরা কাণ্ডে অনেক প্রশ্ন

Last Updated:

বাড়িরই তিন পুরুষ সদস্য প্রসূন দে, প্রণয় দে এবং তাদের সঙ্গে থাকা ১৪ বছর বয়সি এক কিশোর এ দিন ভোরে ট্যাংরার ওই বাড়ি থেকে নিজেদের গাড়িতেই বেরিয়ে যান৷

ট্যাংরার ঘটনায় রহস্য৷
ট্যাংরার ঘটনায় রহস্য৷
কলকাতা: ট্যাংরার ব্যবসায়ী পরিবারে দুই মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় সামনে উঠে আসছে একাধিক প্রশ্ন৷ পুলিশের কাছে মৃত দুই মহিলার মধ্যে একজনের স্বামী দাবি করেছেন, পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে খেয়েই আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা৷ ট্যাংরার অতুল গুহ রোডের ওই বাড়ির দোতলার তিনটি আলাদা আলাদা ঘর থেকে দুই মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার করা হয়৷
নিহত দুই মহিলার হাতের শিরা কাটা ছিল৷ আবার একজনের গলায় ধারালো অস্ত্রের আঘাতও ছিল বলে খবর৷ বাড়ি থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ৷ মৃত নাবালিকার দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না, তবে তার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছিল৷
advertisement
advertisement
অন্যদিকে বাড়িরই তিন পুরুষ সদস্য প্রসূন দে, প্রণয় দে এবং তাদের সঙ্গে থাকা ১৪ বছর বয়সি এক কিশোর এ দিন ভোরে ট্যাংরার ওই বাড়ি থেকে নিজেদের গাড়িতেই বেরিয়ে যান৷ কিছুক্ষণের মধ্যেই রুবি মোড়ের কাছে অভিষিক্তার কাছে মেট্রো রেলের পিলারে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি৷ ইচ্ছাকৃত ভাবেই এই দুর্ঘটনা ঘটানো হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন গাড়িতে থাকা দুই ভাই প্রণয় এবং প্রসূন দে৷ ট্যাংরার বাড়িতে পরিবারের তিন মহিলা সদস্যের দেহ পড়ে রয়েছে, দুর্ঘটনার পর তাঁরাই পুলিশকে সেকথা জানান৷
advertisement
প্রণয় ও প্রসূন দে-র দুর্ঘটনাগ্রস্ত গাড়ি৷
প্রণয় ও প্রসূন দে-র দুর্ঘটনাগ্রস্ত গাড়ি৷
হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ভাইয়ের অবস্থা স্থিতিশীলই রয়েছে বলে খবর৷ গাড়িতে থাকা কিশোরের আঘাতও গুরুতর নয়৷ আপাতত ওই দুই ভাইয়ের বয়ান সংগ্রহ করছে পুলিশ৷ যদিও আহত কিশোর অত্যন্ত আতঙ্কিত অবস্থায় রয়েছে৷ কোনও কথাই বলতে চাইছে না সে৷
advertisement
জানা গিয়েছে, মৃত তিনজনের মধ্যে রয়েছেন সুদেষ্ণা দে৷ তিনি আহত প্রণয় দে-র স্ত্রী৷ দুই ভাইয়ের মধ্যে প্রণয়ই বড়৷ প্রণয়ের সঙ্গে তাঁর ১৪ বছর বয়সি ছেলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
প্রণয়ের ছোটভাই প্রসূনের স্ত্রী রোমি দে এবং তাঁর নাবালিকা কন্যার দেহও উদ্ধার করা হয়েছে ট্যাংরার বাড়ি থেকে৷ প্রসূন নিজেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন৷
advertisement
তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চারতলার তিনটি আলাদা আলাদা ঘর থেকে তিনটি দেহ উদ্ধার হয়৷ অথচ এক তলার ঘরেও মিলেছে রক্তের দাগ৷ ঘুুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মৃত দুই মহিলা নিজেরাই নিজেদের হাতের শিরা কেটেছিলেন কি না, সেই প্রশ্নও উঠছে৷ আবার হাতের শিরা কাটলেও কীভাবে একজনের গলায় ধারাল অস্ত্রের আঘাত এল, সেই প্রশ্নও উঠছে৷
advertisement
পুলিশ জানিয়েছে, আপাতত আহত দুই ভাইয়ের বয়ান নেওয়া হয়েছে৷ যদিও সেই বয়ানের সত্যতা যাচাইয়ে শুরু হয়েছে তদন্ত৷ ঘটনাস্থলে গিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা, নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুরও৷ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও৷ পাশাপাশি, মৃতদেহগুলির ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষাতেও রয়েছে পুলিশ৷
পুলিশের কাছে আহত দুই ভাই দাবি করেছেন, আর্থিক সমস্যার কারণেই গোটা পরিবার নিজেদের শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল৷ ওই পরিবার চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত৷ এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা৷ ফলে দেনার দায়েই এত বড় ঘটনা, না কি এর পিছনে অন্য রহস্য আছে, তা স্পষ্ট নয়৷ ওই পরিবার আর্থিক সমস্যায় রয়েছে, তা কোনও আঁচ পাননি পাড়া প্রতিবেশীরাও৷ এলাকায় মিশুকে এবং ভদ্র হিসেবেই পরিচিত ছিলেন দে পরিবারের সদস্যরা৷ অভিজাত পরিবারের এমন পরিণতি হতে পারে, কল্পনাও করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Mystery Update: পায়েসে ঘুমের ওষুধ, দুই মহিলার হাতের শিরা কাটা, গলায় আঘাত! ট্যাংরা কাণ্ডে অনেক প্রশ্ন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement