Tangra Murder Case Update: সেদিন ট্যাংরার বাড়িতে কী হয়েছিল? ভয়ঙ্কর খেলায় মত্ত ছিলেন প্রসূন দে! গোপন জবানবন্দির পালা নাবালকের

Last Updated:

Tangra Murder Case Update: সোমবার শিয়ালদহ আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন ট্যাংরা-কাণ্ডে অভিযুক্ত প্রসূন দে। এবার পালা নাবালকের।

ট্যাংরাকাণ্ডে নাবালকের জবানবন্দি
ট্যাংরাকাণ্ডে নাবালকের জবানবন্দি
কলকাতা: ট‍্যাংরায় একই পরিবারের তিন সদস্য খুনে এবার নাবালকের গোপন জবানবন্দির পালা। বর্তমানে এনআরএসে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালক। শিয়ালদহ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নাবালকের গোপন জবানবন্দি করাতে চাইছে পুলিশ। ইতিমধ‍্যে নাবালকের শারীরিক অবস্থা ও মানসিক অবস্থা কেমন জানতে চেয়েছে শিয়ালদহ আদালত। এনআরএস কর্তৃপক্ষের কাছে নাবালকের মেডিক‍্যাল রিপোর্ট চেয়েছে শিয়ালদহ আদালত।
গত সোমবার শিয়ালদহ আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন ট্যাংরা-কাণ্ডে অভিযুক্ত প্রসূন দে। দ্বিতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবাশিস দে-র ঘরে গোপন জবানবন্দি দেন তিনি। এন আর এস থেকে ছাড়া পাওয়ার পরে ট্যাংরা থানা গ্রেফতার করে প্রসূনকে।
আরও পড়ুন: এক চামচ গুঁড়োর ম্যাজিক! ব্লাড প্রেশার-ডায়াবেটিসের যম আয়ুর্বেদের এই ‘মহৌষধ’, জীবন বদলাতে চাইলে রইল ডাক্তারের টিপস
গত মাসেই এম বাইপাসে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে দে পরিবারের গাড়ি। জখম হন প্রণয় দে, তাঁর ভাই প্রসূন এবং প্রণয়ের নাবালক ছেলে। তদন্তে নেমে ট্যাংরায় দে পরিবারের বাড়ি থেকে সুদেষ্ণা, রোমি ও প্রিয়ম্বদার দেহ উদ্ধার করে পুলিশ। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দে বাড়ির তিন সদস্যকে। সেখান থেকে তাঁদের আনা হয় এন আর এস হাসপাতালে।
advertisement
advertisement
আরও পড়ুন: শরীর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, দই দিয়ে বানানো এই পদ খেলেই কমবে ওজন-ত্বক চকচকে! রইল সহজ রেসিপি
পুলিশ জানিয়েছে, স্ত্রী রোমি, বৌদি সুদেষ্ণা ও নিজের নাবালিকা মেয়ে প্রিয়ম্বদাকে খুনের কথা স্বীকার করেছেন প্রসূন। এর আগে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে আইনি সহায়তার আইনজীবী কবিতা সরকার জানিয়েছিলেন, প্রসূন আর বাঁচতে চান না। প্রসূনও আদালতে জানান, তিনি আইনজীবী রাখবেন না। ম্যাজিস্ট্রেটের সামনে দোষ কবুল করবেন। সেই আর্জি মঞ্জুর করে বিচারক অরিজিৎ মণ্ডল প্রসূনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।
advertisement
অমিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Murder Case Update: সেদিন ট্যাংরার বাড়িতে কী হয়েছিল? ভয়ঙ্কর খেলায় মত্ত ছিলেন প্রসূন দে! গোপন জবানবন্দির পালা নাবালকের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement