Taha Siddiqui: 'ফুরফুরার জন্য ভাবেন মমতা, তাই তপনে আস্থা', দুই মন্ত্রীর সাক্ষাৎ পেয়েই চনমনে ত্বহা
- Published by:Suman Biswas
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Taha Siddiqui: ফুরফুরা শরীফে ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করলেন রাজ্যের দুই মন্ত্রী।
কলকাতা: ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদের দায়িত্ব বদলের পর একই দিনে, একই সময়ে সেখানে গেলেন প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান। দেখা করলেন ত্বহা সিদ্দিকীর সঙ্গে৷ যদিও নওশাদ সিদ্দিকীর সঙ্গে তাদের দেখা হয়নি বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে নওশাদ দেখা করলেন না, নাকি ব্যাপারটা একেবারেই সাধারণ তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ফুরফুরা শরীফে গিয়ে ত্বহার সঙ্গে দেখা করে এসেছেন আরও এক মন্ত্রী রথীন ঘোষ।
ফুরফুরা উন্নয়ন পর্ষদের দায়িত্ব পাওয়ার পর বুধবার রাতে ফুরফুরা শরিফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে ফুরফুরা শরীফে দেখা করতে যান হুগলির সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। কিছু পরেই সেখানে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘন্টা খানেক থাকার পর দুজনেই বেরিয়ে যান। অন্য কোনো পিরজাদাদের কাছে উভয়েই যাননি। এমনকি নওশাদ সিদ্দিকীর সাথে দেখা করলেন না দুজনেই।তপন দাশগুপ্ত উন্নয়ন পর্ষদের দায়িত্ব পাওয়ায় আমরা খুশি বলে মন্তব্য করেছেন ত্বহা সিদ্দিকী।
advertisement
আরও পড়ুন: অনুব্রত দিল্লিতে, বীরভূমের জন্য এবার মদন মিত্র? দলের কাছে বিরাট প্রস্তাব কামারহাটির বিধায়কের
advertisement
তিনি জানিয়েছেন, ''আমরা চাই প্রকৃত উন্নয়ন হোক ফুরফুরা শরীফে। প্রচুর অসমাপ্ত কাজ বাকি রয়েছে, সেটা তাড়াতাড়ি শেষ করা হোক।পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, ফুরফুরা থেকেকলকাতার দূরত্ব অনেক বেশি। আমার উপর অনেক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঠিক করে দিয়েছেন জেলায় সব চাইতে সিনিয়র ও অভিজ্ঞ বিধায়ক। তাই তপন দাশগুপ্তকে দায়িত্ব দিয়েছেন।''
advertisement
তপন দাশগুপ্ত এদিন জানিয়েছেন, ‘‘দায়িত্ব পাওয়ার পর বুধবারই প্রথম ফুরফুরায় এলাম। প্রথমে ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করলাম। এর পর সব পীরজাদার সঙ্গেই দেখা হবে। কথা হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে আমার উত্তরসূরি ফিরহাদ হাকিম কাজ করেছেন। আমি বলব না সবটাই হয়েছে। তবে অনেক কাজ হয়েছে। ফুরফুরা পবিত্র তীর্থক্ষেত্র। সব ধর্মের মানুষ এখানে আসেন।’’ দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সকলকে নিয়ে চলতে চান। ফুরফুরা শরীফের প্রতি আন্তরিক শ্রদ্ধা আছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সেই জায়গা পছন্দ করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 9:04 AM IST