Tab Scam Update: এ কী হাল! স্কুলের প্রধান শিক্ষকরাই যুক্ত? ট্যাবের টাকায় এবার হেড মাস্টারদের ক্ষমতা খর্ব নবান্নর
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Tab Scam Update: পড়ুয়ারাই তাদের নিজেদের তথ্য আপলোড করবে, আপলোড করার পর যাচাই করবে--- ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে এইরকম পরিকল্পনা নবান্নের।
কলকাতা: ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের ক্ষমতা খর্ব করছে রাজ্য! এতদিন পড়ুয়াদের তথ্য আপলোড করার যাবতীয় ক্ষমতা প্রধান শিক্ষকদের হাতেই ছেড়ে রেখেছিল রাজ্য। এবার সেই ক্ষমতারই হস্তান্তর হতে চলেছে। পড়ুয়ারাই তাদের নিজেদের তথ্য আপলোড করবে, আপলোড করার পর যাচাই করবে— ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে এইরকম পরিকল্পনা নবান্নের।
নিজেদের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত তথ্য পুরোটাই আপলোড করার ক্ষমতা থাকবে পড়ুয়াদের হাতেই। কী ভাবে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা যায়? তথ্য প্রযুক্তি দফতর ও স্কুল শিক্ষা দফতর যৌথভাবে পরিকল্পনা করবে বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন- স্নানের জল গায়ে পড়লেই প্রস্রাব করে ফেলেন? কেন হয় এমন? ‘সত্যিটা’ জানলে অবাক হবেন
দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হল। প্রসঙ্গত দিন কয়েক আগেই ট্যাবের টাকা গায়েব নিয়ে হইচই শুরু হয়। কলকাতা পুলিশ কী তদন্ত করেছিল? রিপোর্ট চেয়েছিল নবান্ন। এর পরেই গুরুত্বপূর্ণ তথ্য এল তদন্তকারীদের কাছে। প্রধান শিক্ষকদের গাফিলতি নজরে এসেছে স্কুল শিক্ষা দফতরের প্রাথমিক তদন্তে। দেখা গিয়েছে, অ্যাকাউন্ট নম্বরে গরমিল ছিল পোর্টালে আপলোডের সময়েই। ছাত্র-ছাত্রীদের তরফে যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়, সেগুলি যথাযথ আপলোড হয়নি। কয়েকটি অ্যাকাউন্টের ক্ষেত্রে শেষ ২ ডিজিট বা শেষ ৩ ডিজিট আপলোডের সময় বদলে ফেলা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল স্কুল কর্তৃপক্ষের দিকেই। এর পরই তদন্তে মোড় আসে।
advertisement
advertisement
দেখা যায়, ৮৪ নয়, রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে। সোমবারের মধ্যে রিপোর্ট চেয়েছিল স্কুল শিক্ষা দফতর বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে। সেই রিপোর্টেই ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকার গায়েবের ঘটনার তথ্য উঠে আসে। সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষা দফতর। ফের জেলায় জেলায় ভেরিফিকেশনের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। ৩০০-রও বেশি পড়ুয়া ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে রিপোর্ট। সোমবার বিকেলে এ নিয়ে বৈঠকের পরেই মঙ্গলবার তথ্য আপলোডের এক্তিয়ার নিয়ে নতুন পরিকল্পনা নবান্নের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2024 2:51 PM IST