Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের, পোর্টাল হ্যাক হয়ে তথ্য কারচুপিতেই 'চুরি'!

Last Updated:

ট্যাব-কেলেঙ্কারিতে বড় তথ্য দিল কলকাতা পুলিশ। কিষাণগঞ্জে একটি অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারির টাকা সরানো হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। কোনও একটি স্কুল থেকেই সরকারি পোর্টালে অবৈধ ভাবে তথ্য কারচুপি করা হয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা।

ট্যাব কেলেঙ্কারিতে নতুন তথ্য সামনে আনল কলকাতা পুলিশ। প্রতীকী ছবি
ট্যাব কেলেঙ্কারিতে নতুন তথ্য সামনে আনল কলকাতা পুলিশ। প্রতীকী ছবি
কলকাতা: ট্যাব-কেলেঙ্কারিতে বড় তথ্য দিল কলকাতা পুলিশ। কিষাণগঞ্জে একটি অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারির টাকা সরানো হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। কোনও একটি স্কুল থেকেই সরকারি পোর্টালে অবৈধ ভাবে তথ্য কারচুপি করা হয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
তদন্তকারীরা মনে করছেন, ওয়েবসাইটটি প্রথমে হ্যাক করা হয়। তারপর যখন,স্কুল কর্তৃপক্ষ তথ্য আপলোড করছিলেন, সেই সময়ই হ্যাকার বা প্রতারকরা রিয়েল টাইমে অর্থাৎ সেই মুহূর্তেই তথ্য বদলে ফেলেছে।
advertisement
শিক্ষা দফতর সূত্রের খবর, স্কুল কর্তৃপক্ষের কাছেই তথ্য আপলোড ও এডিট করার একমাত্র অ্যাকসেস থাকে। তারা আপলোড করার পর সেটি লক হয়ে যায়। তারপর এসআই সেই তথ্য স্ক্রুটিনি করে ডিআই এর কাছে পাঠানো হয়। এসআই বা ডিআই তথ্য এডিট করতে পারেন না। তাই এক্ষেত্রে পুলিশ মনে করছে যদি হ্যাক হয়ে থাকে তাহলে স্কুল লেভেলে তথ্য আপলোড করার সময় আনঅথারাইজড অ্যাকসেস হয়ে থাকতে পারে। অর্থাৎ ওই সময় প্রতারকরা তথ্য বদলে দিয়ে থাকতে পারে।
advertisement
প্রসঙ্গত, ট্যাবের টাকা গায়েবের ঘটনায় উঠেছে চাঞ্চল্যকর তথ্য। ট্যাবের টাকা গায়েব হয়েছে এই সংক্রান্ত অভিযোগের সংখ্যা ১৫০০ এরও বেশি। গোটা রাজ্য থেকে ১৫০০ এরও বেশি অভিযোগ স্কুল শিক্ষা দফতরে। এর মধ্যে এখনও পর্যন্ত ৮০০ এর মতো অভিযোগের সত্যতা পেল স্কুল শিক্ষা দফতর। অর্থাৎ প্রায় ৮০০ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে সত্যতা পেয়েছে স্কুল শিক্ষা দফতর। বাকি ৭০০ টি অভিযোগেরও সত্যতা রয়েছে ট্যাব এর টাকা গায়েবের? স্ক্রুটিনি করছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
রাজ্যের একাধিক জেলায় ট্যাবের টাকা গায়েবের জেরে এবার “অ্যাকাউন্ট ভ্যালিডেশন” করেই টাকা পাঠানো হবে, এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ টাকা পাঠানোর আগে অ্যাকাউন্ট নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম অ্যাকাউন্ট আছে কি না, তা যাচাই করা হবে। ব্যাঙ্ক এবং অর্থ দফতরের আধিকারিকরাই যাচাই করবেন। তারপরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, রুপশ্রী, জয় জোহারের মতো প্রকল্পগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের, পোর্টাল হ্যাক হয়ে তথ্য কারচুপিতেই 'চুরি'!
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement