করোনা-ডেঙ্গির মধ্যেই হানা ভয়াবহ সোয়াইন ফ্লু-র, হাসপাতালে ভর্তি বহু রোগী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জ্বর-মাথা ব্যথা-গায়ে -হাত-পায়ে অসহ্য যন্ত্রণা, কাশি গলা খুসখুসে ভাব, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে জল পড়ার মতো উপসর্গ দেখা দিলে তিন দিনের বেশি বাড়িতে থাকা বাঞ্ছনীয় নয়, দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত।
#কলকাতা: বর্ষা শুরু হতে না হতেই কলকাতা-সহ রাজ্যে করোনার সঙ্গে ডেঙ্গি,ম্যালেরিয়ার দাপট তো চলছেই। নতুন উপদ্রব সোয়াইন ফ্লু-র। মাঝে দু বছর সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল, তবে এ বছর জুলাই মাসের পর থেকেই ধীরে ধীরে সোয়াইন ফ্লুর দাপট বাড়তে শুরু করেছে।
কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে শতাধিক রোগী ভর্তি। উডল্যান্ড হাসপাতাল ২২ জন চিকিৎসাধীন। আমরি হাসপাতাল ২১ জন ভর্তি। পিয়ারলেস হাসপাতাল ২৬ জন ভর্তি। অ্যাপোলো হাসপাতালে ১২ জন ভর্তি। রুবি হাসপাতাল ৯ জন ভর্তি আরএন টেগোর হাসপাতাল ৭ জন ভর্তি।
advertisement
advertisement
ঢাকুরিয়া আমরি হাসপাতাল-এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সায়ন চক্রবর্তী জানাচ্ছেন, " বর্ষার এই সময়টায় নানা ধরনের ইনফ্লুয়েঞ্জা মানুষের শরীরের বাসা বাঁধে। সোয়াইন ফ্লু-ও নতুন কিছু নয়। তবে আমাদের হাসপাতালে বেশ কয়েকজন করোনা আক্রান্ত এবং তার সঙ্গে সোয়াইন ফ্লু তেও আক্রান্ত। সাধারণত এরা প্রত্যেকেই ৫০ ঊর্ধ্ব। করোনা এবং সোয়াইন ফ্লু একইসঙ্গে শরীরের বাসা বাঁধলে স্বভাবতই চিন্তার বিষয়। ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলে। তবে আশার কথা, এই দুই রোগে আক্রান্ত হওয়ার পরও প্রত্যেকেই ভালো আছেন। বেশিরভাগ সময়ই জ্বর গলা ব্যথা কাশি এই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে প্রথমেই করোনা পরীক্ষা করা হয়, বহু ক্ষেত্রেই সোয়াইন ফ্লু বা অন্য ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা করা হয় না। মাল্টিপ্লেক্স পিসিআর টেস্ট বা পলিমেরাস চেইন রিআকশন পরীক্ষার মাধ্যমে রোগীর শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটিরিয়ার উপস্থিতি পাওয়া যায়। যদিও করোনা সোয়াইন ফ্লু ম্যালেরিয়া এই সমস্ত কিছুরই ওষুধ উপলব্ধ। ফলে শরীরে রোগ ধরা পড়ার সাত দিনের মধ্যে চিকিৎসকের দ্বারস্থ হলে চিন্তার কোনও কারণ নেই।"
advertisement
সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, বছরের এই সময়টা সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে জ্বর-মাথা ব্যথা-গায়ে -হাত-পায়ে অসহ্য যন্ত্রণা, কাশি গলা খুসখুসে ভাব, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে জল পড়ার মতো উপসর্গ দেখা দিলে তিন দিনের বেশি বাড়িতে থাকা বাঞ্ছনীয় নয়, দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত।
advertisement
AVIJIT SAHA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 6:29 PM IST