নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির নয়া স্লোগান-পোস্টারের আত্মপ্রকাশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সব মিলিয়ে একদিকে যেমন জেলায় জেলায় ঘুরে বঙ্গ বিজেপির নেতারা নবান্ন অভিযানের প্রচার করবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলে নবান্ন অভিযানকে গণ আন্দোলনের চেহারা দিতে এখন উঠে পড়ে লেগেছে পদ্ম শিবির।
#কলকাতা: নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির নয়া স্লোগান- পোস্টারের আত্মপ্রকাশ ঘটল। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টারের আত্মপ্রকাশ ঘটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 'চোর ধরতে আওয়াজ তোলো, ১৩ই সেপ্টেম্বর নবান্ন চলো'। এই স্লোগান পোস্টার ইতিমধ্যেই আজ শনিবার থেকে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বঙ্গ বিজেপির নেতাদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে নজরে আসছে। বিজেপির নবান্ন অভিযান আগামী ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ সেপ্টেম্বর হবে। বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে।
কিন্তু কেন হঠাৎ পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান? গেরুয়া শিবিরের নেতৃত্বের কথায়, 'আদিবাসী সম্প্রদায়ের উৎসব রয়েছে সেপ্টেম্বরের শুরুতে। তাঁদের কথা ভেবেই নবান্ন অভিযানের দিন পিছনোর সিদ্ধান্ত নিয়েছে দল। নবান্ন অভিযান নিয়ে গত সোমবার হেস্টিংস কার্যালয়ে বিজেপির মোট ৪২টি সাংগঠনিক জেলা রয়েছে। এই সাংগঠনিক জেলার ভিত্তিতে মোট ৪২ জনকে আলাদা আলাদা করে এই সাংগঠনিক জেলাগুলির দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ৪২ নেতা নবান্ন অভিযানের জন্য বিভিন্ন জেলায় প্রচারাভিযান চালাবেন, পাশাপাশি সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করবেন। এই ৪২ জনকে নিজের নিজের জেলায় প্রচার কর্মসূচি শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি এই নেতাদের, সাংগঠনিক বৈঠক করতে হবে এবং সমস্ত জেলাতেই ফ্লেক্স, হোর্ডিং, পোস্টারে ছেয়ে ফেলতে হবে। মূল রাস্তা বা বড় কোনও স্থানে যেমন হোর্ডিং, ফ্লেক্সের ব্যবস্থা করতে বলা হয়েছে, তেমনই গলিতে গলিতে যাতে পোস্টারের ব্যবস্থা করা হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়াও রাজ্যজুড়ে নবান্ন অভিযানকে সামনে রেখে ১ থেকে ১১ সেপ্টেম্বর বিশেষ মেগা প্রচার কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। এ ছাড়া কলকাতা-সহ সংলগ্ন এলাকায় জমায়েতের স্থানও ইতিমধ্যেই নির্বাচন করে ফেলেছে বিজেপি। দলীয় সূত্রের খবর, কলেজ স্কোয়ার সাঁতরাগাছি ও হাওড়া ময়দানে অভিযানের দিন সমর্থকরা জড়ো হবেন। এই তিনটি স্থানে শীর্ষ নেতৃত্ব ভাগ করে নিজেরা উপস্থিত থাকবেন। এই তিন স্থানে জমায়েতের পর সমর্থকরা তিনটি আলাদা মিছিল করে যোগ দেবেন নবান্ন অভিযানে।
advertisement
সব মিলিয়ে একদিকে যেমন জেলায় জেলায় ঘুরে বঙ্গ বিজেপির নেতারা নবান্ন অভিযানের প্রচার করবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলে নবান্ন অভিযানকে গণ আন্দোলনের চেহারা দিতে এখন উঠে পড়ে লেগেছে পদ্ম শিবির।
VENKATESWAR LAHIRI
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 4:34 PM IST