#কলকাতা: বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিতর্কের জের৷ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত৷ এবারে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছে বিজেপি৷
সোমবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সংবিধানের নিয়ম ভেঙে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত৷ বিজেপি সাংসদকে বহিষ্কারেরও দাবি জানিয়েছিলেন মহুয়া৷ তৃণমূল সাংসদের দাবি ছিল, মনোনীত কোনও সাংসদ শপথ গ্রহণের ছ' মাস পেরিয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না৷ স্বপন দাশগুপ্ত রাজ্যসভায় মনোনীত সাংসদই ছিলেন৷ সোমবার রাত পর্যন্ত মনোনীত সাংসদদের তালিকাতেও নাম ছিল তারকেশ্বরের বিজেপি প্রার্থীর৷ সেই ছবিও ট্যুইট করেছিলেন মহুয়া৷
I have resigned from the Rajya Sabha today to commit myself totally to the fight for a better Bengal. I hope to file my nomination as BJP candidate for the Tarakeshwar Assembly seat in the next few days.
— Swapan Dasgupta (@swapan55) March 16, 2021
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত৷ বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকায় স্বপন দাশগুপ্ত সহ মোট চার জন সাংসদের নাম রাখা হয়েছিল৷ প্রার্থী করা হয়েছে লোকসভার সদস্য বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় এবং নীশিথ প্রামাণিককেও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Swapan Dasgupta, West Bengal Assembly Election 2021