খাবারে সেদ্ধ ভাত আর সবজি! ১২৬ বছরেও পুরো ফিট স্বামী শিবানন্দ

Last Updated:

প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে, বয়সজনিত কিছু কারণ ছাড়া আর কোনও রোগ নেই তাঁর।

স্বামী শিবানন্দ
স্বামী শিবানন্দ
#কলকাতা: বয়স ১২৬ বছর ৩ মাস। সুঠাম চেহারা, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। স্বামী শিবানন্দের বয়সটা চমকে দেওয়ার মতোই। শনিবার চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্রতি বছরই তিনি চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে।
প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে, বয়সজনিত কিছু কারণ ছাড়া আর কোনও রোগ নেই তাঁর। সব থেকে বড় বিষয় একজন সাধারণ মানুষের যে বয়সে ইন্দ্রিয়ক্ষয় হয়, ১২৬ বছর বয়সেও তাঁর প্রত্যেকটা ইন্দ্রিয় এখনও সম্পূর্ন ভাবে সচল। চিকিৎসকদের মতে, তিনি যেভাবে নিয়মমাফিক জীবন কাটিয়েছেন, তা যে কোনও মানুষের পক্ষে কাটানো অত্যন্ত কঠিন।
advertisement
১২৬ বয়সে এরকম ভাবে হেঁটে চলে বেড়ানোর রহস্য কী? স্বামী শিবানন্দের কথায়, "যোগব্যায়াম কর, পরিমাণ মতো খাও আর মাথায় কোনও দুশ্চিন্তা রেখো না।" ১৮৯৬ সালের ৮ অগাস্ট বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন স্বামী শিবানন্দ। পরিবার বলতে বাবা, মা এবং এক বোন।ছোটবেলাতেই পরিবারকে হারিয়েছিলেন তিনি। সন্ন্যাস নিয়ে চলে আসেন নদিয়ার নবদ্বীপে।
advertisement
১৯৭৯ সালে চলে যান বেনারসে। সেই থেকে জীবন কাটাচ্ছেন সেখানেই। ১২৬ বছর ধরে একই ভাবে জীবন কাটাচ্ছেন তিনি। ঘুম থেকে ওঠেন রাত আড়াইটে নাগাদ। উঠেই প্রায় দু ঘন্টা হাঁটাচলা, তার সঙ্গে চলে বিভিন্ন মন্ত্রপাঠ। এরপর শুরু হয় বিভিন্ন ধরনের যোগব্যায়াম।
advertisement
স্বামীজী জানান, "আমি বেশি করে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করি। সর্বাঙ্গাসন, সূর্য নমস্কার, পবন মুক্তাসনের দিকে বেশি নজর দিই।" সারাদিন হেঁটে চলে বেড়ান, শিষ্যদের সঙ্গে কথা বলেন। শুয়ে পড়েন রাত ৯টা নাগাদ। খাওয়া বলতে সেদ্ধ ভাত আর সেদ্ধ সবজি।
advertisement
প্রতি বছর একবার করে ডাক্তার দেখাতে আসেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানালেন, স্বামীজির চিকিৎসার জন্য আট জনের মেডিকেল টিম গঠন করা হয়েছিল। প্রত্যেকটা রিপোর্ট ভালোর দিকে। বয়সজনিত কিছু সমস্যা ছাড়া স্বামীজি একেবারে সুস্থ।
advertisement
কয়েকদিন আগেই কলকাতা প্রেস ক্লাবে স্বামীজিকে পিস অ্যাওয়ার্ডে ভূষিত করেছে দক্ষিণ আফ্রিকার একটি সংস্থা। তাছাড়া চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খাবারে সেদ্ধ ভাত আর সবজি! ১২৬ বছরেও পুরো ফিট স্বামী শিবানন্দ
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement