Suvendu Adhikari: 'দেশের যে প্রান্ত থেকেই...', মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! যা বললেন, বাংলাজুড়ে তোলপাড়

Last Updated:

Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। চব্বিশের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন,’ উনি দেশের যে প্রান্ত থেকেই দাঁড়ান না কেন আমি সেখান থেকে লড়াই করব। এবং নন্দীগ্রামে যেমন হারিয়েছিলাম লোকসভাতেও হারাব’।
জাতীয় দল হিসেবে স্বীকৃতি হারানোর পর তৃণমূল কংগ্রেস এখন আঞ্চলিক দল। এই দাবি করে শুভেন্দু বলেন,’উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় (নাম না করে)-কে মুখ্যমন্ত্রীর মসনদে বসিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। দুর্নীতিগ্রস্ত কয়েকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে জোট করে পটনা বেঙ্গালুরুতে বৈঠক করছেন। ওনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে লোকসভা ভোটে দাঁড়ান। নন্দীগ্রামে পরাজিত করে ওনাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব’।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বৃহস্পতিবার বিধানসভায় চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে এও বলেন,’ওনার দল তো এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে। আগামী দিনে কালীঘাট পার্টিতে পরিণত করে দেব। বিগত দিনে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে পরাজিত হয়েছেন। কলকাতার মিত্র ইনস্টিটিউশন যেখানে উনি ভোট দেন সেই বুথে ফের চব্বিশের ভোটে ওনাকে পরাজিত করব’।
advertisement
শুভেন্দুর কথায়, ‘মুখ্যমন্ত্রীর লক্ষ্য দিল্লিতে যাওয়া। কিন্তু দিল্লিতে গেলে তো রাজনৈতিকভাবে লড়াই করে যেতে হবে। না হলে পেছনের দরজা দিয়ে রাজ্যসভায় যেতে হবে। ওনার হিম্মত থাকলে লোকসভায় প্রার্থী হয়ে দেখান’।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'দেশের যে প্রান্ত থেকেই...', মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! যা বললেন, বাংলাজুড়ে তোলপাড়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement