Suvendu Adhikari: 'প্রস্তুত থাকুন, কী ভাষায় উত্তর দিতে হয়...’! বিধানসভার অধিবেশনের আগে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
আজ, সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশনের ঠিক আগের দিন ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করলেন বিরোধী দলনেতা।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘‘প্রস্তুত থাকুন। কী ভাষায় উত্তর দিতে হয় বুঝিয়ে দেবো আমরা। বিধানসভায় দেখা হবে।’’ আজ, সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশনের ঠিক আগের দিন ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করলেন বিরোধী দলনেতা।
ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে, এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার। সোমবার ও মঙ্গলবার বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে সম্ভবত আনা হতে পারে সেই বিল। আর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওই বিল পেশ করা হবে। এখনও পর্যন্ত এমনটাই খবর। অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি।
advertisement
advertisement
আজ, সোমবার বিজেপির পরিষদীয় দল অধিবেশন বসার আগে রণকৌশল ঠিক করতে বসছে বৈঠকে। ধর্মতলায় চলছে বিজেপির সপ্তাহব্যাপী ধরনা অবস্থান। সেখানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার স্পষ্ট করে দিয়ে বললেন, ‘‘আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয় তা তাদের জানা আছে। দল হিসেবে বিজেপি বিধানসভায় তা দেখিয়ে দেবে।’’ ফলে সোম ও মঙ্গলবার বিধানসভা যে উত্তাল হতে চলেছে তা স্পষ্ট। বলা বাহুল্য, ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে৷ এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে এই বিল পাস করা হবে বলে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘খুনি, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে আরজি করের অভিযুক্তকে সাত দিনের মধ্যে ফাঁসি দিতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে।’’ আর এবার বিধানসভার বিশেষ অধিবেশন বসার ঠিক আগের দিন রবিবার ধর্মতলায় দলীয় ধরনা অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এ নিয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 8:31 AM IST