Suvendu Adhikari: রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দুর, মানবাধিকার কমিশনেরও দৃষ্টি আকর্ষণ

Last Updated:

Suvendu Adhikari: লাগাতার দু তিন দিন ধরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতাদের গ্রেফতারিতে সন্দেশখালিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর। অবিলম্বে সন্দেশখালি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জিও জানালেন বিরোধী দলনেতা। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দু। প্রতিবাদী এবং বিরোধীদলকে সন্দেশখালি ঢুকতে দিতে বাধা দেওয়ার কারণেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। অভিযোগ শুভেন্দুর।
advertisement
advertisement
সন্দেশখালিতে মহিলারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন ভাঙতে তৃণমূলী ক্যাডার এবং গুন্ডাবাহিনী মোতায়েন করেছে শাসক দল অভিযোগ শুভেন্দুর। পুলিশ শেখ শাহজাহান ও অন্যান্যদের গ্রেফতার না করে তাদের নিরাপত্তা দিচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু। তৃণমূলের গুন্ডাবাহিনী প্রতিবাদীদের ঘর ভাংচুর এবং তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
সন্দেশখালিতে জারি করা হল ১৪৪ ধারা। সন্দেশখালি ১ এবং ২ এলাকার মোট ১৬ টি পঞ্চায়েতজুড়ে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালি। শুক্রবারের সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার কড়া পদক্ষেপ প্রশাসনের।
লাগাতার দু তিন দিন ধরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতাদের গ্রেফতারিতে সন্দেশখালিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। সামনের সারিতে রয়েছেন মহিলারাই। শুধু তাই নয় কয়েকজন তৃণমূল নেতাদের বাড়ি ও পোল্ট্রি ফার্মেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অশান্তি কমছেই না সন্দেশখালিতে৷ বারংবার একের পর অশান্তি ছড়াচ্ছে৷
advertisement
আদিবাসীদের জমি দখল করার ইসুতে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হয়েছে তাকে অন্যায় ভাবে দমন করতে পুলিশ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও শাসকদল এবং রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দুর, মানবাধিকার কমিশনেরও দৃষ্টি আকর্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement