Suvendu Adhikari: 'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত পুলিশ ও সরকারের...’: শুভেন্দু অধিকারী

Last Updated:

সোমবার বেহালার দুর্ঘটনাস্থল চৌরাস্তা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে মৌন ও প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গলায় সৌরনীলের ছবি ও হাতে মোমবাতি নিয়ে দীর্ঘ পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী।

মোমবাতি মিছিল শেষে বিরোধী দলনেতা বললেন,'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা-সহ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ৷’
মোমবাতি মিছিল শেষে বিরোধী দলনেতা বললেন,'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা-সহ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ৷’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বেহালায় দুর্ঘটনার শিকার হওয়া ছোট্ট সৌরনীলের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং তাঁর পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘পুলিশ ও সরকারের যদি সামান্য লজ্জা থাকে তাহলে গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবেন। মুখ্যমন্ত্রীর নিজের উচিত নবান্ন থেকে অনলাইনে সবার সামনে সৌরনীলের মৃত্যুর জন্য ক্ষমা চাওয়া ৷’’ সোমবার বেহালার দুর্ঘটনাস্থল চৌরাস্তা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে মৌন ও প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গলায় সৌরনীলের ছবি ও হাতে মোমবাতি নিয়ে দীর্ঘ পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী।
পদযাত্রা শেষে সৌরনীলের ছবিতে পুষ্প-সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শুভেন্দু। সেই মঞ্চ থেকেই সোমবার রাতে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। আবেগরুদ্ধ কন্ঠে বলেন, ‘‘আমরা সৌরনীলের আত্মার শান্তিকামনা করলাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানালাম। তার জন্য প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে তার আত্মা যেন অমরত্ব পায়।’’  পাশাপাশি সৌরনীলের মায়ের সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে বলে জানিয়ে সরকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। দলীয় নেতৃত্বের মাধ্যমে এই মুহূর্তে দমদমে থাকা সৌরনীলের মায়ের কাছে এদিনই শুভেন্দু অধিকারী পৌঁছে দেন আর্থিক সাহায্যও।
advertisement
advertisement
জন্মদিনের কয়েক দিন আগেই বেহালায় এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সৌরনীলের প্রাণ। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নিহত ছোট্ট পড়ুয়ার স্কুলের প্রধান শিক্ষকও। প্রতিবাদের ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। একটি লরি পিষে দেয় ছোট্ট সৌরনীলকে। সেই ঘটনায় কান্না যেন কিছুতেই থামছে না বেহালার। পুলিশ কমিশনারের পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও একহাত নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘উনি তো বলেই দিয়েছেন বড় লোকদের ছেলে মেয়েদের স্কুলে পুলিশ থাকবে আর সাইকেল নিয়ে যাওয়া মধ্যবিত্ত ও গরিব পড়ুয়াদের স্কুলে পুলিশ দেওয়া সম্ভব নয়।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত পুলিশ ও সরকারের...’: শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement