রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Last Updated:

আজ, বুধবার রাজভবনে নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের পাশাপাশি হাজির থাকার কথা শুভেন্দু অধিকারীরও।

রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে। আজ, বুধবার রাজভবনে নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের পাশাপাশি হাজির থাকার কথা শুভেন্দু অধিকারীরও।
মঙ্গলবার বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘‘রাজ্য সরকারের তরফে অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। দেখা যাক এবার আমন্ত্রণ পাই কিনা।’’ মঙ্গলবার শুভেন্দু অধিকারী এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতার কাছে পৌঁছয় রাজভবনে নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। এখনও পর্যন্ত ঠিক আছে আমন্ত্রণপত্র পেয়ে সেই আমন্ত্রণ রক্ষা করবেন শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন বিরোধী দলনেতা। যদিও বিধানসভায় সংগ্রহশালা ও গ্রন্থাগারের জন্য তৈরি প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
advertisement
advertisement
উদ্বোধনের আমন্ত্রণ পত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না থাকাকে কেন্দ্র করে অ-সৌজন্যের অভিযোগে সরব হন শুভেন্দু। আগামী ২৫ নভেম্বর বিধানসভায় প্লাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিংয়ের উদ্বোধন। এদিন বেলা দেড়টায় বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে, নব নির্মিত এই ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার তরফে আজ এই অনুষ্ঠানের  আমন্ত্রনপত্র বিলি শুরুর পরেই তাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনীতির টানাপোড়েন। অভিযোগ, সেই সরকারি আমন্ত্রন পত্রে নেই বিরোধী দলনেতার নাম। বিষয়টি নিয়ে মুখ খুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকার সর্বদাই বলে, তারা নাকি বিরোধীদের গুরুত্ব দেয়। এটা তার আরেকটা নমুনা।’’ প্রথাভাঙা ঠিক নয় বলেও সরকারকে সতর্ক করেন শুভেন্দু।
advertisement
তবে আজ রাজভবনে সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে একই কক্ষে দেখা যাবে মমতা- শুভেন্দুকে। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement