Suvendu Adhikari | Mamata Banerjee: কেন নিজের ঘরে ডেকেছিলেন মমতা, 'সেটিং'য়ের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari | Mamata Banerjee: বিধানসভায় শুভেন্দুকে চায়ের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। সাক্ষাৎ নিয়ে সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, ডায়মন্ড হারবার- বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চায়ের আমন্ত্রণ নিয়ে এবার নতুন বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুললেন সেটিংয়ের চেষ্টা'র চাঞ্চল্যকর অভিযোগ। ডায়মন্ড হারবারের সভামঞ্চ থেকে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বললেন,' উনি আমাকে ধরতে গেছিলেন। উনি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী ডেকেছে আমি একা চলে যাব। আমাকে সেটিং করে নেবেন। আমি একা যাইনি, তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে গেছিলাম। আমি সেটিং হওয়ার লোক নই। বিজেপিও সেটিং বিরোধী দল। নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি। এবার আপনাকে তাড়াব'। চ্যালেঞ্জের সুরে বললেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত,২৫ নভেম্বর শুক্রবার। একদিন আগেই সংবিধান দিবস উদযাপন করা হয় রাজ্য বিধানসভায়। ২৬ নভেম্বর সংবিধান দিবস। নির্ধারিত দিনের আগের দিন উদযাপনকে ঘিরে সমালোচনায় সরব হয় পদ্ম শিবিরের বিধায়করা। তারই মধ্যে বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সেদিন চমকপ্রদ ঘটনা ঘটে বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ জানিয়ে নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ অবশ্য ফিরিয়ে দেননি বিরোধী দলনেতা। তবে, তিনি একাও যাননি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
সেখানে দু'তরফে বেশ কিছুক্ষণ কথাও হয়। এরপর শুভেন্দু অধিকারী বলেন, ''মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে মাত্র'। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতার আগমণ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে যে সৌজন্যের নতুন আলো দেখালো তা বলাই যায়৷ কারণ গত দু' বছরে প্রকাশ্যে দু' জন দু' জনকে প্রকাশ্যে যতই আক্রমণ করুন না কেন, এ দিন মুখোমুখি সাক্ষাতে পরস্পরের প্রতি সৌজন্য এবং সম্মানের কোনও ঘাটতি ছিল না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
advertisement
যদিও সেদিনের মমতা- শুভেন্দু সাক্ষাৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার 'সেটিং' এর বিস্ফোরক অভিযোগ ডায়মন্ড হারবারের সভামঞ্চ থেকে শনিবার সামনে আনলেন শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 9:09 AM IST