#কলকাতা: তৃণমূলের সভা ঘিরে আশঙ্কায় শান্তিকুঞ্জ? জল্পনা উস্কে হাইকোর্টে শুভেন্দু অধিকারী। ৩ ডিসেম্বর শুভেন্দুর বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে এই সভার আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আর সেই সভা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দুর অভিযোগ, পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা থেকেই এই সভার আয়োজন। তাঁর অভিযোগ, পুলিশ সুপার এবং ওসি-কে বলে কোন লাভ হয়নি। তাই এদিন বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা। আর সেই সূত্রেই মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। এই মামলার শুনানি হবে, আজ, বৃহস্পতিবারই দুপুর ২ টোর সময়।
আরও পড়ুন: প্রকাশ্যে আনলেন নথি, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! নিশানায় 'সেই' ধর্না
প্রসঙ্গত, আগে থেকেই ঘোষণা করা হয়েছিল আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির কথা জানতে পেরেই পাল্টা ডায়মন্ডহারবারে সভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেহেতু শুভেন্দু গড়ে এসে অভিষেক সভা করবেন তাই পাল্টা তাঁর লোকসভা কেন্দ্রে সভা করবেন শুভেন্দুও। ফলে রাজ্য রাজনীতিতে ডিসেম্বর ডেডলাইন জমজমাট হয়ে উঠতে চলেছে।
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে 'রোগী' শুয়ে, আসলে ছিল অন্য কিছু! কলকাতায় যা ধরা পড়ল, আঁতকে উঠবেন
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই উন্নয়নকে সামনে রেখেই মাঠে নামতে চায় তৃণমূল কংগ্রেস। সেখানে দুর্নীতিকে ইস্যুকে করে ফসল ঘরে তুলতে চায় বিজেপি। এই প্রেক্ষাপটেই অভিষেক–শুভেন্দুর একই দিনে সভা। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই কুণাল ঘোষকে সংগঠনের দায়িত্ব দিয়েছে তৃণমূল। তারপর থেকেই একের পর এক কর্মসূচি নিয়ে শুভেন্দুকে চাপে রাখা গিয়েছে বলে মনে করছে শাসকদল। এই প্রেক্ষাপটে যুযুধান দু’জনের পরস্পরের ঘাঁটিতে সভা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু ঠিক তার আগেই অভিষেকের সভা নিয়ে একাধিক আশঙ্কা প্রকাশ করে হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Bengal BJP, Suvendu Adhikari, TMC