Suvendu Adhikari: 'আপনাদেরকেও এর ফল হাতেনাতে পেতে হবে', নিশীথ ইস্যুতে বড় হুঁশিয়ারি শুভেন্দুর
- Published by:Rachana Majumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটায় নিশীথ প্রামাণিকের উপর 'হামলা'র ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নিশীথ প্রামাণিকের গাড়িতে 'হামলা'র ঘটনায় রাজ্যপালের কাছে উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ডাকে রাজভবন যান শুভেন্দু। সেখানেই বিভিন্ন ইস্যু নিয়ে দুজনের মধ্যে বৈঠকের মাঝেই নিশীথ ইসু উত্থাপন করেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী বলেন, ' দিনহাটা থানার ওসির সামনে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলা চালানো হল তা থেকেই স্পষ্ট যে রাজ্যের আইন শৃঙ্খলার কী পরিস্থিতি। একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি জেড ক্যাটাগরির মধ্যে পড়েন, তার নিরাপত্তার যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ওরা শুরু করলে আমাদের শেষ করতে হয়। নিশীথ প্রামাণিকের সাথে যে কাজ করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী এর ফল ভুগতে হবে। আপনারা দিল্লিতে পার্লামেন্টে যাবেন, আপনাদেরকেও এর ফল হাতেনাতে পেতে হবে'।
advertisement
আরও পড়ুন: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!
advertisement
advertisement
আরও পড়ুন: আর রইল না কিছু, সব শেষ! গুরুত্বপূর্ণ পদ থেকে চিরতরে মুছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের নাম!
শনিবার বিজেপি-তণমূল সংঘর্ষে উত্তপ্ত হয় দিনহাটা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে।কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। শুরুতে হাতাহাতি। তারপর ইটবৃষ্টি। বেশ কয়েকটি বাইক ভাঙচুরও করা হয়। দুই পক্ষের বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। শনিবার দুপুরের দিকে দিনহাটার বুড়ির হাটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখান তৃণমূলকর্মীরা। দেওয়া হয় স্লোগান। এরপরেই তৃণমূলকর্মীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শুরু হয় সংঘর্ষ। অল্প সময়েই তা রণক্ষেত্রের চেহারা নেয়। গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এক কথায় শনিবারের ঘটনার পর আজও রাজ্য রাজনীতি সরগরম।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 12:41 PM IST