Suvendu Adhikari Ananta Maharaj: নিউ টাউনের হোটেলে বিরাট চমক, 'সমাজ সংস্কারক' সাংসদকে ঘিরে বেজায় খুশি শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari Ananta Maharaj: শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির বেশ কয়েকজন বিধায়ক এদিন হাজির ছিলেন।

শুভেন্দু অধিকারী ও অনন্ত মহারাজ
শুভেন্দু অধিকারী ও অনন্ত মহারাজ
কলকাতা: অনন্ত মহারাজকে রাজকীয় সম্বর্ধনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপি বিধায়কদের দল সম্বর্ধনা জানাল সদ্য নির্বাচিত হওয়া রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। শনিবার কলকাতার নিউ টাউনের একটি হোটেলে অনন্ত মহারাজকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির বেশ কয়েকজন বিধায়ক এদিন হাজির ছিলেন। এদিনের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্যকেও। অনন্ত মহারাজের সঙ্গে এ রাজ্যের বিধায়কদের পরিচয় করিয়ে দেন শুভেন্দু অধিকারী। উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় দলের নবনির্বাচিত সাংসদকে। সম্বর্ধনা অনুষ্ঠানের পর সংগঠন ও রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সাংগঠনিক রীতিনীতি মেনে শুরু হয় এদিনের অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুন: ভরা বর্ষায় বৃষ্টির ঘাটতি! পুজোয় কি এবার ভিজে ভিজে ঠাকুর দেখা? আবহাওয়ার বড় খবর জানুন
সম্প্রতি উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে বিধানসভায় পৌঁছেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন অনন্ত মহারাজ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের উপস্থিতিতে জমা দেন মনোনয়নপত্র। সাংসদ হিসেবে অনন্ত মহারাজ শংসাপত্র গ্রহণের দিন শুভেন্দু অধিকারী ছাড়াও বিধানসভায় হাজির ছিলেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে, নিশীথ প্রামানিক-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। অনন্ত মহারাজের সম্বর্ধনা অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’ পঞ্চায়েত ভোট উপলক্ষে দলীয় কাজে ব্যস্ত থাকায় অনেকেই অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে উঠতে পারেননি। অনন্ত মহারাজের মতো একজন সমাজ সংস্কারককে সাংসদ হিসেবে দল মনোনীত করায় আমরা গর্বিত’।
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর কথায়, ‘বিশিষ্ট সমাজসেবী ও রাজবংশী সমাজের নেতা, রাষ্ট্রবাদী নগেন্দ্র রায়, যিনি অনন্ত মহারাজ নামেই সুপরিচিত। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় আমরা খুশি। আমরা আশাবাদী সম্মানীয় অনন্ত মহারাজ রাজ্যসভায় উত্তরবঙ্গের যন্ত্রণা, উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি আগামীদিনে গোটা রাজ্যের নিপীড়িত, বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন’। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,’অনন্ত মহারাজের মতো একজন মানুষকে আমাদের দলের তরফে রাজ্যসভার সদস্য করায় শুধুমাত্র রাজবংশী নয়, সমাজের বিভিন্ন অংশের মানুষ উপকৃত হবেন’।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Ananta Maharaj: নিউ টাউনের হোটেলে বিরাট চমক, 'সমাজ সংস্কারক' সাংসদকে ঘিরে বেজায় খুশি শুভেন্দু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement