আজ সুপ্রিম কোর্টে নারদ লড়াই
Last Updated:
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে মামলা সাংসদ-বিধায়ক সহ ৭ জনপ্রতিনিধির।
#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে নারদ লড়াই। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে মামলা সাংসদ-বিধায়ক সহ ৭ জনপ্রতিনিধির। নারদ রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করল রাজ্যও। তবে রাজ্য সহ ২ জনপ্রতিনিধির মামলা পদ্ধতিগত ক্রুটির জন্য গ্রহণ করেনি শীর্ষ আদালত। মঙ্গলবার অর্থাৎ আজ প্রধান বিচারপতি জে এস খেহরের বেঞ্চে দুই সাংসদের দায়ের করা মামলায় আবেদনের শুনানি হবে। আজ শুনানিতে অংশ নিতে পারবে রাজ্য ৷ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে মামলা ৷
কলকাতা হাইকোর্টের নারদ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের ৭ জনপ্রতিনিধি। শীর্ষ আদালতে পাল্টা কৌশল হিসাবে ক্যাভিয়েট দায়ের করলেন দুই জনস্বার্থ মামলাকারী। সোমবার মামলা দাখিলের পর্ব চলার পর মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে আইনি লড়াই।
নারদে সুপ্রিম যুদ্ধ
-কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন সুপ্রিম কোর্টের
advertisement
-আবেদন ৩ সাংসদ ও ৪ বিধায়কের
advertisement
-মদন নিত্র ও ইকবাল আহমেদের করা মামলা গ্রহণ করল না আদালত
-আবেদনে পদ্ধতিগত ত্রুটি থাকায় গ্রহণ করা হয়নি
-- রাজ্যের করা মামলাও পদ্ধতিগত ক্রুটির জন্য গ্রহণ করেনি আদালত
-মঙ্গলবার নতুন করে আবেদন করবেন তাঁরা
-রাজ্যের হয়ে সওয়াল করবেন কংগ্রেস নেতা কপিল সিব্বল
advertisement
শুভেন্দু অধিকারী, কাকলী ঘোষদস্তিদারের মতো সাংসদরা ছাড়াও মামলা দাখিল করেছেন শোভন চট্টোপাধ্যায়, ইকবাল আহমেদ, মদন মিত্ররা। এদের বেশ কয়েকজনকে ভিডিও ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছে।
সোমবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে টানটান উত্তেজনা। একের পর এক মামলা দায়ের। পালটা কৌশল হিসাবে আবেদনকারীদের ক্যাভিয়েট। মঙ্গলবার নারদা মামলায় শুনানি পর্ব শুরু হলেই স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের মনোভাব ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 21, 2017 12:51 PM IST