Bratya Basu on SSC: শিক্ষকরা তো কাজে ফিরছেন, আর শিক্ষাকর্মীরা? ‘চিন্তা করবেন না,’ আশ্বাস দিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
বৃহস্পতিবার আবারও ‘যোগ্য’দের তালিকা আদালতের হাতে তুলে দেওয়ার দিনক্ষণ জানান ব্রাত্য৷ বলেন, ‘‘২১ তারিখের মধ্যে এসএসসি যোগ্য, অযোগ্য তালিকা জানিয়ে দেবে।’’
কলকাতা: চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের সামান্য হলেও স্বস্তি মিলেছে আজ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজের নিজের কর্মস্থলে কাজ করতে পারবেন ‘অযোগ্য’ বলে চিহ্নিত নন এমন শিক্ষকশিক্ষিকারা৷ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানালেন৷ বললেন, ‘‘রায়ের জন্য ধন্যবাদ সুপ্রিম কোর্টকে৷ স্বস্তি পাওয়া গিয়েছে৷ ’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস প্রসঙ্গ তুলে ধরে ব্রাত্য জানান, ‘‘মুখ্যমন্ত্রী যেমন বলেছেন ওদের পাশে পূর্ণ আইনি সহযোগিতা নিয়ে থাকব৷’’
বৃহস্পতিবার আবারও ‘যোগ্য’দের তালিকা আদালতের হাতে তুলে দেওয়ার দিনক্ষণ জানান ব্রাত্য৷ বলেন, ‘‘২১ তারিখের মধ্যে এসএসসি যোগ্য, অযোগ্য তালিকা জানিয়ে দেবে।’’
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস, ‘‘এরপরেও যা যা করার সেগুলো করতে আমরা বদ্ধপরিকর৷ যোগ্য শিক্ষাকর্মীদের পাশেও আমরা আছি। চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে যেমন রায় এসেছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কী হয়। রায়ের কপি পুরো দেখে তারপর বিশদে বলতে পারব, যারা অযোগ্য তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে৷’’
advertisement
advertisement
এদিন কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়েছে, ‘অযোগ্য’ বলে চিহ্নিত নয়, এমন ‘যোগ্য’ শিক্ষকেরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন৷ তবে আগামী ৩১ মের মধ্যেই জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি৷ আর ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
advertisement
প্রধান বিচারপতি এদিন শুনানি চলাকালীন বলেন, ‘‘আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্তসাপেক্ষে। শুধুমাত্র ৯-১০, ১১-১২ শিক্ষক শিক্ষিকাদের জন্য। ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৫শের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্য, এসএসসি, বোর্ড ৩১ মের মধ্যে এফিডেফিড দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নচেৎ আদালত পরবর্তী পদক্ষেপ নেবে৷’’
advertisement
নবান্নের সাংবাদিক বৈঠক চলাকালীন সুপ্রিম কোর্টের রায় নিয়ে স্বস্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ বলেন, ‘‘ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এটা স্বস্তি আপাতত। ওদের মাইনে দেয়া নিয়ে চিন্তা করছিলাম। আমরা দেখবো ওদের যেন কোনো অসুবিধা না হয়। এই বছর এর মধ্যে সব সমাধান হয়ে যাবে। আশা করি ভুল করবো না। মানুষের কাজে আমি ভুল করি না। আমি তো ভালো ইংলিশ, হিন্দি জানি না। আমি তো এলিট ক্লাস এ বিলং করি না।আমি আপাতত খুশি। শিক্ষক রা মাইনে পাবেন। একটা স্বস্তি হয় যখন ভবিষ্যৎ ও স্বস্তি হয়। আপনাদের বেদনা হলে আমাদের বেদনা লাগে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 17, 2025 4:31 PM IST