Malay Ghatak on Supreme Court: কলকাতাতেই মলয় ঘটককে জেরা করার নির্দেশ, সুপ্রিম কোর্টে খারিজ ইডির আর্জি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Malay Ghatak on Supreme Court: সুপ্রিম কোর্টে খারিজ দিল্লিতে ডেকে মলয় ঘটককে ডেকে জেরা করার আর্জি। কয়লা কেলেঙ্কারি মামলায় বেশ কিছু দিন ধরেই ইডির নজরে ছিলেন মলয় ঘটক।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে খারিজ দিল্লিতে ডেকে মলয় ঘটককে ডেকে জেরা করার আর্জি। কয়লা কেলেঙ্কারি মামলায় বেশ কিছু দিন ধরেই ইডির নজরে ছিলেন মলয় ঘটক।
আগে দিল্লি হাই কোর্টে নির্দেশ দিয়েছিল দিল্লির পরিবর্তে কলকাতায় গিয়ে মলয় ঘটককে জেরা করতে পারবে ইডি। সেই রায়কে চ্যালেন্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। শুক্রবার দেশের প্রধান বিচারপতি ডিওআই চন্দ্রচূড়ের বেঞ্চ খারিজ করে দিল ইডির সেই আবেদন। ১৮১ দিন পরে সেই আর্জি করায় ইডির আর্জি খারিজ করল প্রধান বিচারপতির বেঞ্চ।
advertisement
advertisement
কয়লা কেলেঙ্কারি নিয়ে ২০২৩ সালেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করার নিয়ে নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। কয়লা পাচার মামলায় গত বছর একাধিকবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল ইডি। দিল্লিতেও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যদিও সেই মামলায় দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দিল্লিতে নয় কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে। তারপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করে ইডি। সেই আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 1:44 PM IST