Restaurant GST Rules: আপনাদের ঠকিয়ে দেদার লুটছে রেস্তোরাঁগুলি, বিল মেটানোর আগে জানুন, কোথায় GST দেবেন না?

Last Updated:
GST on restaurant GK: রেস্তোরাঁয় খেতে গেলেই খাবার বিলের সঙ্গে জিএসটি পরিমাণ লিখে দেওয়া হয়। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারকে তারা কী পরিমাণ জিএসটি দিচ্ছে তা ভেঙে দেওয়া থাকে।
1/4
রেস্তোরাঁয় খেতে গেলেই খাবার বিলের সঙ্গে জিএসটি পরিমাণ লিখে দেওয়া হয়। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারকে তারা কী পরিমাণ জিএসটি দিচ্ছে তা ভেঙে দেওয়া থাকে।
রেস্তোরাঁয় খেতে গেলেই খাবার বিলের সঙ্গে জিএসটি পরিমাণ লিখে দেওয়া হয়। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারকে তারা কী পরিমাণ জিএসটি দিচ্ছে তা ভেঙে দেওয়া থাকে।
advertisement
2/4
কিন্তু জানেন কি অনেক রেস্তোরাঁ আছে, যেখানে একদমই জিএসটি দেওয়ার কথা নয়, কিন্তু সেই রেস্তোরাঁগুলি আপনাকে বোকা বানিয়ে জিএসটি নিচ্ছে, সরকারকে তারা কোনও রকম কর দেয়ই না।
কিন্তু জানেন কি অনেক রেস্তোরাঁ আছে, যেখানে একদমই জিএসটি দেওয়ার কথা নয়, কিন্তু সেই রেস্তোরাঁগুলি আপনাকে বোকা বানিয়ে জিএসটি নিচ্ছে, সরকারকে তারা কোনও রকম কর দেয়ই না।
advertisement
3/4
কোন রেস্তোরাঁকে কর দেবেন আর কোন রেস্তোরাঁকে দেবেন না?নিয়ম অনুযায়ী যেই রেস্তোরাঁগুলি জিএসটি ‘কম্পোজিট’ স্কিমের আয়তায় সেই রেস্তোরাঁগুলিকে কোনও জিএসটি দিতে হয়, তাঁদের আপনিও জিএসটি দেবেন না। যদি জিএসটি ‘রেগুলার’ স্কিমের আয়তায় থাকে তাহলেই আপনাকে জিএসটি দিতে হবে।
কোন রেস্তোরাঁকে কর দেবেন আর কোন রেস্তোরাঁকে দেবেন না?নিয়ম অনুযায়ী যেই রেস্তোরাঁগুলি জিএসটি ‘কম্পোজিট’ স্কিমের আয়তায় সেই রেস্তোরাঁগুলিকে কোনও জিএসটি দিতে হয়, তাঁদের আপনিও জিএসটি দেবেন না। যদি জিএসটি ‘রেগুলার’ স্কিমের আয়তায় থাকে তাহলেই আপনাকে জিএসটি দিতে হবে।
advertisement
4/4
কী ভাবে বুঝবেন কোন জিএসটি স্কিমের আয়তায় রয়েছে সেই রেস্তোরাঁ? গুগলে গিয়ে জিএসটি সার্চ বলে লিখতে হবে বা https://services.gst.gov.in/services/searchtp লিঙ্কে ক্লিক করতে হবে। এবার সেই লিঙ্কে গিয়ে দোকানের জিএসটি নম্বরটি বসাতে হবে। তারপরে স্ক্রল করে দেখবেন ‘ট্যাক্স পেয়ার টাইপে’ ‘রেগুলার’ আছে না ‘কম্পোজিট’ আছে।
কী ভাবে বুঝবেন কোন জিএসটি স্কিমের আয়তায় রয়েছে সেই রেস্তোরাঁ? গুগলে গিয়ে জিএসটি সার্চ বলে লিখতে হবে বা https://services.gst.gov.in/services/searchtp লিঙ্কে ক্লিক করতে হবে। এবার সেই লিঙ্কে গিয়ে দোকানের জিএসটি নম্বরটি বসাতে হবে। তারপরে স্ক্রল করে দেখবেন ‘ট্যাক্স পেয়ার টাইপে’ ‘রেগুলার’ আছে না ‘কম্পোজিট’ আছে।
advertisement
advertisement
advertisement