Home /News /kolkata /
মাংস এড়িয়ে মাছের দোকানে লম্বা লাইন আম আদমির

মাংস এড়িয়ে মাছের দোকানে লম্বা লাইন আম আদমির

File Photo

File Photo

বাঙালির রবিবারের দুপুরে বজ্রপাত। মাংসের গন্ধ ছাড়া কেমন যেন নিরামিষ পাত, এ এক অচেনা বাঙালির রবিবার। অন্যদিন না হয় মাছে-ভাতেই খুশি।

 • Share this:

  #মানিকতলা: বাঙালির রবিবারের দুপুরে বজ্রপাত। মাংসের গন্ধ ছাড়া কেমন যেন নিরামিষ পাত, এ এক অচেনা বাঙালির রবিবার। অন্যদিন না হয় মাছে-ভাতেই খুশি।

  আরও পড়ুন :  'আত্মহত্য়া কে না করে' বিজেপি মন্ত্রীর বেফাঁস মন্তব্য়ে সমালোচনার ঝড় সব মহলে

  মাংস ছাড়া রবিবারে খাওয়া-দাওয়া একেবারেই বেমানান। ভাগাড় আর খামারকাণ্ডের আতঙ্কে অবশ্য মানিকতলা বাজারে মাংসের দোকান ফাঁকাই ছিল। শুধু মানকতলা বাজারই নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চিত্র একই, আপাতত আজ  মাছ আর ডিমেই ডুবল বাঙালির কব্জি।

  বসন্ত বিদায়ে কি বাঙালির মেনুতেও মাংস বাদ ? রবিবারের বাজারের থলের এককোণায়ও জায়গা পেল না মাংস ! ফাঁকা ফাঁকা ঠেকলেও মুরগি-পাঁঠা থেকে আপাতত মন উঠেছে বাঙালির।

  আরও পড়ুন :  খুলল কেদারনাথ মন্দিরের মূল ফটক, ভক্ত সমাগমে মন্দির চত্বরে উৎসবের মেজাজ

  ভাগাড়ের মরা পশু আর খামারের মরা মুরগির মাংসে আতঙ্কিত মানুষ। মানিকতলা বাজারে  মাংসের দোকান সকাল থেকে ফাঁকা। কাটা মাংস না কিনে, গোটা মুরগি কাটিয়ে নিয়ে গেলেন ক্রেতারা। দাম বেড়েছে গোটা মুরগিরও।

  First published:

  Tags: Avoid, Fish, Kolkata, Meat, Sunday

  পরবর্তী খবর