Sukanta Mazumdar: 'আরও মন্ত্রী গ্রেফতার হবে, ডিসেম্বরের পর থাকবে না সরকার!' এবার হুঁশিয়ারি সুকান্তর

Last Updated:

শুভেন্দু অধিকারী বহুদিন ধরেই বলে আসছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে৷

সুকান্ত মজুমদার৷
সুকান্ত মজুমদার৷
#চুঁচুড়া: শুভেন্দু অধিকারীর মুখে এই হুঁশিয়ারি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে৷ এবার তাঁর সঙ্গে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও৷ মিঠুন চক্রবর্তীকে পাশে বসিয়ে বিজেপি রাজ্য সভাপতির ভবিষ্যদ্বাণী, ডিসেম্বর পর রাজ্যে ক্ষমতায় নাও থাকতে পারে তৃণমূল সরকার৷ এমন কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হতে পারে বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি৷
শুভেন্দু অধিকারী বহুদিন ধরেই বলে আসছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে৷ বর্তমান রাজ্য সরকার ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না বলেই দাবি করে আসছেন বিরোধী দলনেতা৷
এ দিন সুকান্ত মজুমদারও দাবি করেন, 'একে একে রাজ্যের অনেক মন্ত্রীকেই জেলে যেতে হবে৷ সেক্ষেত্রে তো সরকার চালানোই মুশকিল হবে৷ আমার তো মনে হয়, মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হতে পারে৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সরকার কেউ চালাতে পারবে না৷ ফলে ডিসেম্বর মাসের পর এই সরকার টিকবে বলে আমার মনে হয় না৷'
advertisement
advertisement
বিজেপি রাজ্য সভাপতির এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এরা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না৷ দেড় বছর হয়নি হেরে ভূত হয়েছে, তার পরেও এসব কথা৷ এমন একটা ভাব, মনে হচ্ছে এদের কথাতেই ইডি- সিবিআই চলে৷'
advertisement
সুকান্তর পাশে বসেই এ দিন কার্যত তাঁর সুরেই চাঞ্চল্যকর দাবি করেছেন মিঠুন চক্রবর্তী৷ তিনি দাবি করেন, তৃণমূলের অন্তত একুশ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন৷ এর জবাবে তৃণমূল নেতা তাপস রায় বলেন, 'কারা যোগাযোগ রাখছেন সেই নামগুলো উনি বলে দিন না৷ আর আমার মনে হয় না তৃণমূল বিধায়কদের এত দুরবস্থা হয়েছে যে রাজনৈতিক কারণে মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ '
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Mazumdar: 'আরও মন্ত্রী গ্রেফতার হবে, ডিসেম্বরের পর থাকবে না সরকার!' এবার হুঁশিয়ারি সুকান্তর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement