Sukanta Mazumdar: 'আরও মন্ত্রী গ্রেফতার হবে, ডিসেম্বরের পর থাকবে না সরকার!' এবার হুঁশিয়ারি সুকান্তর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুভেন্দু অধিকারী বহুদিন ধরেই বলে আসছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে৷
#চুঁচুড়া: শুভেন্দু অধিকারীর মুখে এই হুঁশিয়ারি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে৷ এবার তাঁর সঙ্গে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও৷ মিঠুন চক্রবর্তীকে পাশে বসিয়ে বিজেপি রাজ্য সভাপতির ভবিষ্যদ্বাণী, ডিসেম্বর পর রাজ্যে ক্ষমতায় নাও থাকতে পারে তৃণমূল সরকার৷ এমন কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হতে পারে বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি৷
শুভেন্দু অধিকারী বহুদিন ধরেই বলে আসছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে৷ বর্তমান রাজ্য সরকার ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না বলেই দাবি করে আসছেন বিরোধী দলনেতা৷
এ দিন সুকান্ত মজুমদারও দাবি করেন, 'একে একে রাজ্যের অনেক মন্ত্রীকেই জেলে যেতে হবে৷ সেক্ষেত্রে তো সরকার চালানোই মুশকিল হবে৷ আমার তো মনে হয়, মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হতে পারে৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সরকার কেউ চালাতে পারবে না৷ ফলে ডিসেম্বর মাসের পর এই সরকার টিকবে বলে আমার মনে হয় না৷'
advertisement
advertisement
বিজেপি রাজ্য সভাপতির এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এরা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না৷ দেড় বছর হয়নি হেরে ভূত হয়েছে, তার পরেও এসব কথা৷ এমন একটা ভাব, মনে হচ্ছে এদের কথাতেই ইডি- সিবিআই চলে৷'
advertisement
সুকান্তর পাশে বসেই এ দিন কার্যত তাঁর সুরেই চাঞ্চল্যকর দাবি করেছেন মিঠুন চক্রবর্তী৷ তিনি দাবি করেন, তৃণমূলের অন্তত একুশ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন৷ এর জবাবে তৃণমূল নেতা তাপস রায় বলেন, 'কারা যোগাযোগ রাখছেন সেই নামগুলো উনি বলে দিন না৷ আর আমার মনে হয় না তৃণমূল বিধায়কদের এত দুরবস্থা হয়েছে যে রাজনৈতিক কারণে মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ '
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 7:28 PM IST