তৃণমূল-সিপিআইএম সেটিং! বিমান বসুকে হাতিয়ার করে আসরে সুকান্ত মজুমদার

Last Updated:

Sukanta Majumdar: সুকান্ত মজুমদার হাতিয়ার করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সাম্প্রতিক কিছু মন্তব্যকে।

সুকান্তর নতুন দাবি
সুকান্তর নতুন দাবি
#কলকাতা: এবার বাম ও তৃণমূলের আঁতাতের অভিযোগকে প্রচারে হাতিয়ার করছে বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে এক মঞ্চে হাজির হওয়া থেকে শুরু করে বরখাস্ত শিক্ষকের তালিকায় সিপিএম নেতার নাম নিয়েও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মনে অভিযোগ তুলেছিল বিজেপি। সেই মর্মে তারা প্রচারেও জোর দিতে চাইছে। রাজ্যে তৃণমূলের সঙ্গে এবার সিপিএম তথা বামেদের জুড়ে বিজেপি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই সূত্রেই রবিবার ফেসবুকে পোস্ট দিয়ে সেই তৃণমূল সিপিআইএম আঁতাতের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এক্ষেত্রে সুকান্ত হাতিয়ার করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সাম্প্রতিক কিছু মন্তব্যকে। সুকান্ত লিখেছেন, ''বিজেপিকে আটকাতে সিপিএমের সমর্থন যে তৃণমূলের সাথে রয়েছে, তা তাদের নেতাদের বক্তব্যে প্রমাণ পাওয়া যায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের একই ফ্রেমে তাদের নেতার সখ্যতা এর আরো বড় উদাহরণ।'' ফেসবুক পোস্টে সুকান্ত বিভিন্ন সংবাদমাধ্যমের কাটিং ব্যবহার করে বিমান বসুর একটি মন্তব্য তুলে ধরেছেন। যেখানে বিমান বসু বলেছেন, ''তৃণমূলের সবাই চোর নয়।'' এছাড়াও রয়েছে বিমান বসুর আরও একটি মন্তব্য, ''বিজেপির বিরুদ্ধে যে কোনও দলের সঙ্গে জোটে থাকব।''
advertisement
advertisement
সুকান্তর সংযোজন, ''ফিশ ফ্রাই সেটিংয়ের সুর একই সুরে বাজছে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে, আসল সেটিং কাদের রয়েছে।'' প্রসঙ্গত, এতদিন সিপিএম তথা বামফ্রন্টকে দেখা গিয়েছে বিজেপি ও তৃণমূলের আঁতাত নিয়ে প্রচারে ঢাল করতে। বামফ্রন্টের তরফে বিজেমূল বলে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে।
advertisement
এবার বিজেপি সেই প্রচারটাই ফিরিয়ে দিতে চাইছে তৃণমূল ও সিপিএম তথা বামেদের যোগসূত্র তুলে ধরে। বিজেপির বিরুদ্ধে বাম-তৃণমূল যে জোট বেঁধেছে তা তুলে ধরতে বদ্ধপরিকর তারা। বিজেপি প্রচার করতে চাইছে, যতই পথে নামুন বামেরা, দিনের শেষে বামফ্রন্ট আর তৃণমূলের গোপন আঁতাত রয়েছে। সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্ট সেই সূত্রে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূল-সিপিআইএম সেটিং! বিমান বসুকে হাতিয়ার করে আসরে সুকান্ত মজুমদার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement