জামিনের আবেদন করে পার্থর চোখে জল... ‘ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ কটাক্ষ সুকান্ত মজুমদারের

Last Updated:

মানুষের টাকা চুরি করলে তো জেলে বসে চোখের জল ফেলতেই হবে। পার্থর উদ্দেশ্যে বললেন সুকান্ত ৷

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  'মানুষের টাকা চুরি করলে তো চোখের জল ফেলতেই হবে। যখন জেনে শুনে  বিপুল সম্পত্তির লোভে একের পর এক দুর্নীতি করছিলেন, মানুষের টাকা লুঠ করছিলেন, তখন চোখে জল আসেনি ? প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।
পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’’ বিচারকের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের চোখের জল ফেলা প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, ‘‘এখন আর আফশোস করে কি হবে? চুরি করলে তো জেলে বসে চোখের জলই ফেলতে হবে।’’
advertisement
advertisement
গতকাল, বুধবার ভার্চুয়াল শুনাতিতে হাজিরা দেন এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই শুনানিতেই কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন পার্থ। নিজের সম্মান নিয়ে আশঙ্কায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুনানি চলাকালীন পার্থ হাউহাউ করে কেঁদে ফেলেন। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘আমি রাজনৈতিক চক্রান্তের শিকার, মন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা ছিলাম। আমাকে ন্যায়বিচার দেওয়া হোক। আমাকে জামিন দিন, আমাকে বাঁচতে দিন।’’ বুধবার ফের আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়। তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
advertisement
পার্থবাবু সশরীরে হাজিরা দিতে চাইলেও অনুমতি দেয়নি আদালত। তাঁর আইনজীবীদের তরফে ৩১ অগাস্ট শেষ শুনানির সময়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছিলেন বিচারক। সংশোধনাগারে থাকাকালীন তিন দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে ইডি। আর সেই জেরা করেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আরও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা বলে ইডি সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামিনের আবেদন করে পার্থর চোখে জল... ‘ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ কটাক্ষ সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement