Sukanta Majumdar: 'জ্যোতিপ্রিয় চিনতে পারছেন না অভিষেককে!' সুকান্তর মন্তব্যে তুমুল তোলপাড়

Last Updated:

Sukanta Majumdar: জ্যোতিপ্রিয় মল্লিকের সে রকম একটা সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

জ্যোতিপ্রিয়কে কটাক্ষ সুকান্তর
জ্যোতিপ্রিয়কে কটাক্ষ সুকান্তর
কলকাতা: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সল্টলেকে রাজ্য বিজেপি দফতর থেকে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে একহাত নেন। কী কী তিনি বললেন, দেখুন…
জ্যোতিপ্রিয় মল্লিক চিনতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
বাংলায় একটা প্রবাদ আছে, বউ মরলে গরুকেও নাকি বউ বলে। জ্যোতিপ্রিয় মল্লিকের সে রকম একটা সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। গভীর সংকট। তাই উনি দুদিন আগে বললেন মমতা-অভিষেক সব জানেন। এখন বলছেন অভিষেককে চিনি না। আর উনিই যদি ১৩ তারিখ নির্দোষ প্রমাণিত হন। তাহলে সবটা যারা জানেন সবকিছু তাদের ব্যাপারে বলে দিন।
advertisement
অনুপম হাজরার নিশানায় এবার সুকান্ত মজুমদার
advertisement
অসংলগ্ন কথা বলছেন যিনি, তাকে ইগনোর করাই ভাল। আর ব্লক সভাপতি হোক আর কেন্দ্রীয় সম্পাদক, তার কথায় যদি বিজেপির ক্ষতি হয় তৃণমূলের হাত শক্ত হয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। আর সুকান্ত মজুমদারের নিরাপত্তা নিয়ে বলে রাখি, আমি যখন শুধু সাংসদ ছিলাম, বালুরঘাটে স্কুটার নিয়ে ঘুরতাম, কলকাতায় ট্রেনে বাসে ঘুরতাম। রাজ্য সভাপতি হয়েও দু-একদিন নিরাপত্তা নিইনি। আর এ রকম একজন নেতা আছেন, যিনি তিনজন সিআইএসএফ পান, কিন্তু ভয় এমন, ৬ জন না হলে বাড়ি থেকে বেরোন না।
advertisement
তৃণমূলের মঞ্চে যাওয়া নিয়ে অনুপমের বিরুদ্ধে কী ব্যবস্থা সুকান্তর
সবটা কেন্দ্র দেখছে। আমি এখনই এর বেশি কিছু বলছি না ।
জন্মদিনে অভিষেককে ইডির উপহার
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ওঁকে জন্মদিনেও ডাকা যাবে না, যদি হয় তাহলে সেটা আগে বলে রাখতে পারেন। কোন কোন দিনে ডাকা যাবে, সেটা শশী পাঁজা বলে দিলে ভাল হয়।
advertisement
রেশন দুর্নীতি দলের স্বতন্ত্র ব্যাপার: মমতা
রেশন দুর্নীতি দলের থেকে আলাদা তো হতে পারে না।। আপনি মন্ত্রী করেছেন দলের নেতাকে, তিনি চুরি করেছেন, স্বতন্ত্র হয় কী করে!
advertisement
সরকারি হাসপাতালকে গেস্টহাউস হিসেবে ব্যবহার
সরকারি হাসপাতালগুলো কী কাজে কেন ব্যবহার হয়, এসএসকেএমে গেলেই বুঝতে পারবেন। জ্যোতিপ্রিয় মল্লিকও সেই কারণেই অসুস্থ হয়েছিলেন। খেলাটা বিগড়ে দিল বাড়ির লোক। ভয় পেয়ে অ্যাপোলোয় নিয়ে গেল, তারা সুস্থ বলে দিলেন। বাড়ির লোক ভেবেছে, এত কিছু জানে মুখ বন্ধ করতে এসএসকেএম-এ যদি খুন করে দেয়!
advertisement
এনআইএ-র হাতে গ্রেফতার মহিলা পাচারে এক
পশ্চিমবঙ্গে ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস এমন এমন জিনিস ব্যবহার করছে, যার জন্য রাজ্যটা বারুদের উপর বসে রয়েছে। এখন রাজ্যবাসীকে সিদ্ধান্ত নিতে হবে লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা এখানে বসে নেবেন নাকি উপরে গিয়ে নেবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: 'জ্যোতিপ্রিয় চিনতে পারছেন না অভিষেককে!' সুকান্তর মন্তব্যে তুমুল তোলপাড়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement