Sukanta Majumdar Panchayat Vote: পঞ্চায়েতে কি তবে বাম-বিজেপি জোট? সুকান্তর মন্তব্যে তুঙ্গে জল্পনা! ঢাল 'নীচুতলা'
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Suman Biswas
Last Updated:
Sukanta Majumdar Panchayat Vote: বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,' বিজেপি কারও সঙ্গে জোট করতে পারবে না। কিন্তু, নীচুতলার লোকেরা যা করার করবে। তাদের উপর তো নিয়ন্ত্রণ চলে না। তবে এক্ষেত্রে কন্ট্রোল থাকবে বিজেপির হাতে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে ফের জল্পনায় রাম-বাম জোট। জল্পনা বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' নীচুতলার লোকেরা যা করার করবেন। তাঁদের উপর তো নিয়ন্ত্রণ চলে না'। তাহলে কি বামে আপত্তি নেই রামের? এই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।
পদ্ম সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,' বিজেপি কারও সঙ্গে জোট করতে পারবে না। কিন্তু, নীচুতলার লোকেরা যা করার করবে। তাদের উপর তো নিয়ন্ত্রণ চলে না। তবে এক্ষেত্রে কন্ট্রোল থাকবে বিজেপির হাতে'। নন্দকুমার থেকে মহিষাদল। সম্প্রতি, একাধিক সমবায় নির্বাচনে নীচুতলায় রাম-বাম জোট হয়। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা, তবে কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নন্দকুমারকেই মডেল করবে বিরোধীরা? জল্পনা আরও উস্কে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
বুঝিয়ে দিলেন নীচুতলায় জোট হলে তাঁদের কোনও আপত্তি নেই। সম্প্রতি নন্দীগ্রামে দাঁড়িয়ে বামেদের প্রশংসা শোনা যায় বঙ্গ বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। 'বামপন্থীরা সবাই খারাপ নন’, এই মন্তব্য করে সেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকপট স্বীকারোক্তি করে বলেছিলেন, 'নন্দীগ্রামের হিন্দু বামেরা ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি। বামপন্থীরা সবাই খারাপ নয়। আমাদের সঙ্গে অনেক বামপন্থীরাই এসেছেন'।
advertisement
ক’মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। গ্রাম দখলের লড়াই। তার আগে নানা জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়,' নড়বড়ে সংগঠন। আর ঘরোয়া কোন্দলে জেরবার বঙ্গ বিজেপির পঞ্চায়েতে ভালো ফল করার লক্ষ্যে তাদের এখন ভরসা নীচুতলার অবিজেপিরা'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2023 9:28 AM IST










