Sukanta Majumdar: এতদিন বললেননি, রাজ্য সভাপতির পদ ছাড়তেই বিরাট স্বীকারোক্তি! ২০২৬-এর ভোটের আগে কী বললেন সুকান্ত?
- Published by:Debamoy Ghosh
- Reported by:Susmita Mondal
Last Updated:
প্রয়োজন সাংগঠনিক জোর তৈরির, প্রয়োজন ভাল পারফরম্যান্সের। এবার বুথে বুথে কমিটি গঠনের পর সেই নিয়েই ভাবিত বাংলার গেরুয়া শিবির।
রাজ্যে বিজেপি সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছে। তাদের মূল লক্ষ রাজ্যের ৮১ হাজার বুথে তাদের সংগঠন তৈরি করা।ইতিমধ্যেই রাজ্যে ৮১ হাজার বুথের মধ্যে ৬৫ হাজার বুথে কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৫০ হাজার বুথ কমিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও, ১৫ হাজারে বুথ কমিটিতে এখনও ভেরিফিকেশন বাকি। ১ জন করে সভাপতি ও ২ সহযোগী নিয়ে আপাতত ভাবে শুরু হল বিজেপির বুথ কমিটির যাত্রা। কিন্তু বাদ পড়ল কোন এলাকা? সংখ্যালঘু বুথেই কি সাংগঠনিক দুর্বলতা?
রাজ্য বিজেপি তা মানছে না। তাদের দাবি, সন্ত্রাস কবলিত এলাকায় কাজ করা যাচ্ছে না। আর সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ চলছে। শুধু কমিটি গঠন হলেই তো হবে না। প্রয়োজন সাংগঠনিক জোর তৈরির, প্রয়োজন ভাল পারফরম্যান্সের। এবার বুথে বুথে কমিটি গঠনের পর সেই নিয়েই ভাবিত বাংলার গেরুয়া শিবির।
সূত্রের খবর, আগামী ১৬ থেকে ২২ অগাস্ট পর্যন্ত জেলা পর্যায়ে বুথ কমিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এই সময়কালেই হবে বাকি ১৫ হাজার বুথে ভেরিফিকেশনের কাজও। কিন্তু বুথ সংগঠন কেন ভাল করতে পারছে না বিজেপি তা নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছেই ধমক শুনতে হয়েছে বঙ্গ বিজেপি নেতাদের। কিন্তু তাও বারবার কেন ব্যর্থ হচ্ছে বঙ্গের গেরুয়া শিবির? ২৬-শে নির্বাচনের আগেই বুথ সংগঠন কতগুলি তৈরি করতে সক্ষম হবে বিজেপি। দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
সুকান্ত মজুমদারের কথায় রাজ্যের সব জায়গায় বুথ কমিটি গঠন করতে পারবে না বিজেপি। কারণ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার বা বিধানসভা কেন্দ্রে বুথ রয়েছে যেগুলি সংখ্যালঘু ভোটারদের উপর বেশি মাত্রায় নির্ভরশীল। সেই জায়গাগুলিতে বিজেপি সংগঠন প্রস্তুত করতে অক্ষম, তা স্বীকার করছেন সুকান্ত। তবে বাদবাকি বুথ সংগঠনগুলিকে মজবুত করে নিচনু স্তরের কর্মীদের চাঙ্গা করাই এই মুহূর্তে বিজেপির একমাত্র লক্ষ্য বলেই মত সুকান্ত মজুমদারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 9:35 PM IST