Sukanta Majumdar visit Flood Devastated Area: বানভাসি এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার, বাংলার বন্যা পরিস্থিতির জন্য কাঠগোড়ায় তুললেন রাজ্য সরকারকে

Last Updated:

পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তাঁর নিউটাউনের বাড়ি থেকে রওনা হয়েছেন বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে। জানা যাচ্ছে প্রথমেই তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় পরিদর্শনে যাচ্ছেন সুকান্ত মজুমদার।‌
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় পরিদর্শনে যাচ্ছেন সুকান্ত মজুমদার।‌
কলকাতা: আজ, বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় পরিদর্শনে যাচ্ছেন সুকান্ত মজুমদার।‌
ডিভিসির ছাড়া জলে বানভাসি গ্রামের পর গ্রাম। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বীরভূম সহ বিস্তীর্ণ জেলায় বহু মানুষ কার্যত ঘরবন্দী।
advertisement
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তাঁর নিউটাউনের বাড়ি থেকে রওনা হয়েছেন বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে। জানা যাচ্ছে প্রথমেই তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। সেখানকার একাধিক গ্রামে গিয়ে কী অবস্থায় রয়েছেন স্থানীয় মানুষজন তা খতিয়ে দেখবেন। পাঁশকুড়ার পর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং দাসপুরেও এইদিন যাবেন সুকান্ত মজুমদার।
advertisement
প্রসঙ্গত গতকাল, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও একাধিক জায়গা পরিদর্শন করেন। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখে দেন প্রয়োজনীয় নির্দেশও।
আজ বৃহস্পতিবার, বন্যা পরিস্থিতি তৈরি হওয়া একাধিক এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর এইদিনই পাঁশকুড়া, ঘাটাল-সহ একাধিক জেলার বানভাসী বিভিন্ন গ্রাম পরিদর্শন করবেন সুকান্ত মজুমদার। তিনি বন্যা পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছেন৷
advertisement
বিজেপির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বলেন, ‘‘দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী রাজ্য সরকার। বাঁধ নির্মাণে দুর্নীতি-সহ সরকারি স্তরে কোনও রকম সঠি
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar visit Flood Devastated Area: বানভাসি এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার, বাংলার বন্যা পরিস্থিতির জন্য কাঠগোড়ায় তুললেন রাজ্য সরকারকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement