Sukanta Majumdar: সোমনাথ-প্রণবদের ক্লাবে সুকান্ত, বাংলার মানুষকে উৎসর্গ করলেন নিজের 'সাংসদ সম্মান রত্ন'

Last Updated:

Sukanta Majumdar: সোমনাথ-প্রণব-আডবাণীদের মতো সেই সম্মান পেলেন এবার বালুরঘাটের  সাংসদ সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
কলকাতা:  'সাংসদ সম্মান রত্ন' নিজের সংসদীয় কেন্দ্রের নাগরিকদের পাশাপাশি বাংলার মানুষকে  উৎসর্গ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী। প্রথমবারের সাংসদ হিসাবে সাংসদ রত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্য়ায়ের মতো দুঁদে নেতা।
সোমনাথ-প্রণব-আডবাণীদের মতো সেই সম্মান পেলেন এবার বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। নিজের কেন্দ্রে ভাল কাজ করার জন্য "প্রথমবারের এমপি" বিভাগে সাংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত হয়েছিলাম তিনি। মনোনীত হওয়ার খবর জানতে পেরেই সুকান্ত বলেছিলেন "আমি গর্বিত। এই সম্মান শুধু আমার নয়, আমার লোকসভা কেন্দ্র তথা গোটা জেলাবাসীর জন্য গর্বের বিষয়।"
advertisement
সম্মান পেলেন সুকান্ত সম্মান পেলেন সুকান্ত
advertisement
আরও পড়ুন: DA-তে এত তফাৎ, তালিকা তুলে ধরলেন শুভেন্দু! 'দেউলিয়া' বাংলার সরকারকে আক্রমণ
সংসদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সুকান্ত মজুমদার সংসদ অধিবেশনে মোট ৫২২টি প্রশ্ন জিজ্ঞাসা করে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছেন।  তাঁর প্রশ্নগুলি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ-সহ বিভিন্ন বিষয় ভিত্তিক ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি, সুকান্ত মজুমদার সংসদে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। সংসদে তাঁর একাধিক বক্তৃতা হাউসের মনোযোগ কেড়েছে এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। সামগ্রিকভাবে, সব দিক বিচার বিবেচনা করে তাই তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: রাজ্যে সরকারি চাকরির বিরাট সুযোগ, মন্ত্রিসভায় ঘোষণা মমতার! পাহাড় থেকে সমতল, সুযোগ সর্বত্রই
অবশেষে দিল্লিতে একটি অনুষ্ঠানে সেই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল। এ প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিল্লির একটি সংস্থা, যারা ডক্টর এপিজে আবদুল কালামের অনুপ্রেরণায় বিভিন্ন কাজে যুক্ত, আমি গর্বিত যে তাঁরা আমার নাম বাছাই করেছে। এই সম্মান শুধু আমার নয়, আমার লোকসভা কেন্দ্র তথা গোটা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়'।
advertisement
শনিবার সম্মান পাওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, "সাংসদ রত্ন" সম্মানে সন্মানিত হয়ে আজ আমি উৎসাহিত এবং গর্বিত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভার গনদেবতার আর্শীবাদে সাংসদে পৌঁছে নিজেকে দেশ, জাতি ও জনগণের সেবায় নিয়োজিত করেছিলাম। এরপর লোকসভা কক্ষে বিগত কয়েক বছরে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমার লোকসভা ক্ষেত্র,রাজ্য এবং দেশের স্বার্থে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো,কৃষি এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ে মোট ৫২২ টি প্রশ্ন উপস্থাপন করেছি। এরসাথে সংসদে ৫ টি বিল উত্থাপন যা আমার দেশ তথা রাজ্যের নাগরিক সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। এসব কিছুই সম্ভব হয়েছে আপনাদের আর্শীবাদ ও ভালোবাসায়। এই "সাংসদ রত্ন" সম্মান আমি আমার রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: সোমনাথ-প্রণবদের ক্লাবে সুকান্ত, বাংলার মানুষকে উৎসর্গ করলেন নিজের 'সাংসদ সম্মান রত্ন'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement