Suvendu Adhikari: DA-তে এত তফাৎ, তালিকা তুলে ধরলেন শুভেন্দু! 'দেউলিয়া' বাংলার সরকারকে আক্রমণ

Last Updated:

Suvendu Adhikari: কেন্দ্রের ডিএ বাড়ার পর রাজ্য সরকারকে অমানবিক, দেউলিয়া সরকার বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
কলকাতা: কেন্দ্রীয় সরকারের তরফে ফের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে অমানবিক, দেউলিয়া সরকার বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কোন রাজ্যের ডিএ কত, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই রাজ্যের মহার্ঘ্য ভাতার ফারাক কত, নিজের সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত তালিকাও তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, 'গোটা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার ফারাক সবচেয়ে বেশি'। কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা চার শতাংশ বৃদ্ধি ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন।
অন্য রাজ্যের ডিএ-র অঙ্ক অন্য রাজ্যের ডিএ-র অঙ্ক
advertisement
advertisement
আরও পড়ুন: সাংসদ পদ খোয়ানোর পরই এমন কাণ্ড! এ কী বলে বসলেন রাহুল গান্ধি! দেশজুড়ে ফের বিতর্ক
তাঁর বক্তব্য 'কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা/ডিএ পাবেন ৪৭ লক্ষ ৫৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ও ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশন প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির বলিষ্ঠ নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অধিকার সবসময় সুরক্ষিত। এই ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে ১২৮১৫ কোটি টাকা বাড়তি ব্যয় হবে কেন্দ্রীয় সরকারের'।
advertisement
আরও পড়ুন: রাজ্যে সরকারি চাকরির বিরাট সুযোগ, মন্ত্রিসভায় ঘোষণা মমতার! পাহাড় থেকে সমতল, সুযোগ সর্বত্রই
শুভেন্দু অধিকারী আক্ষেপের সুরে রাজ্যকে কটাক্ষ করে বলেন,'কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির খবর শুনে ভাল লাগলেও মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভেবে আরও বেশি খারাপ লাগছে। যত দিন যাচ্ছে ততই মহার্ঘ্য ভাতার তফাৎ বাড়ছে। আজ তা ৩৬ শতাংশে গিয়ে ঠেকলো। আর কতদিন এই অসমতার বোঝা বহন করবেন রাজ্য সরকারি কর্মচারীরা? এই অমানবিক দেউলিয়া রাজ্য সরকার যতদিন থাকবে, এই তফাৎ ততই বাড়তে থাকবে'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: DA-তে এত তফাৎ, তালিকা তুলে ধরলেন শুভেন্দু! 'দেউলিয়া' বাংলার সরকারকে আক্রমণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement